Kartik Pujo 2025: প্যান্ডেলে থিমের বাহার, ৪ দিন ধরে টানা চলবে পুজো! দুর্গাপুজো নয়, এই এলাকা মেতে ওঠে কার্তিক পুজোয়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দূর্গা পুজো আর পুজোর শুরু হওয়ার আগে থেকেই বাঙালি মেতে ওঠেন আনন্দে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকা জাঙ্গালিয়া সাহাপাড়া সংঘটিচক্রের নিয়মটা সম্পূর্ণ ভিন্ন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। পরের পর চলছে উৎসব। দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়েছে। এবার কার্তিক পুজোর পালা। দেবী দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেবসেনাপতি কার্তিক। কার্তিকের আধারনায় পুত্রসন্তান লাভ হয়। প্রচলিত আছে এমনই ধারণা। অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন হয় কার্তিক পুজো।
