Kartik Puja: হাওড়ায় ১৮ ফুটের বিরাট কার্তিক! পুজো করে কার্তিক সেবা সমিতি

Last Updated:
Kartik Puja: ১৮ ফুটের কার্তিক হাওড়া'য়! প্রতিবেশী জেলা নয়, হাওড়াতেই বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন। এলাকায় এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। গত কয়েক বছরে হাওড়ার এই কার্তিক পুজোর জাঁকজমতা বেড়েছে।
1/5
১৮ ফুটের কার্তিক হাওড়া'য়! প্রতিবেশী জেলা নয়, হাওড়াতেই বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন। এলাকায় এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। গত কয়েক বছরে হাওড়ার এই কার্তিক পুজোর জাঁকজমতা বেড়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
১৮ ফুটের কার্তিক হাওড়া'য়! প্রতিবেশী জেলা নয়, হাওড়াতেই বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন। এলাকায় এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। গত কয়েক বছরে হাওড়ার এই কার্তিক পুজোর জাঁকজমতা বেড়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়ার মানুষের কাছে কার্তিক পুজো বলতে অন্য অভিজ্ঞতা। যেখানে পরিবারের সন্তান রূপে পুজো করা হয় সপরিবারে। দেব সেনাপতি কার্তিক'কে সন্তান রূপে একদিনে চার প্রহরে পুজো সম্পন্ন হয়। বাবা-মা পরিবার সদস্যদের উপস্থিতিতে পুজোর রীতি রেওয়াজ পালিতহয় জেলায়। কিন্তু হাওড়া পঞ্চাননতলা সংলগ্ন এম বি ঘোষ স্থানীয় এলাকায় বারোয়ারি কার্তিক পুজোয় স্থানীয় মানুষের অন্য অভিজ্ঞতা।
হাওড়ার মানুষের কাছে কার্তিক পুজো বলতে অন্য অভিজ্ঞতা। যেখানে পরিবারের সন্তান রূপে পুজো করা হয় সপরিবারে। দেব সেনাপতি কার্তিক'কে সন্তান রূপে একদিনে চার প্রহরে পুজো সম্পন্ন হয়। বাবা-মা পরিবার সদস্যদের উপস্থিতিতে পুজোর রীতি রেওয়াজ পালিতহয় জেলায়। কিন্তু হাওড়া পঞ্চাননতলা সংলগ্ন এম বি ঘোষ স্থানীয় এলাকায় বারোয়ারি কার্তিক পুজোয় স্থানীয় মানুষের অন্য অভিজ্ঞতা।
advertisement
3/5
এই পুজোয় ক্রমশ আগ্রহ বাড়ছে মানুষের। হাওড়ার পঞ্চাননতলা সংলগ্ন এম সি ঘোষ লেনে সোমবার ১৮ ফুটের বিরাট কার্তিক ঠাকুরের প্রতিমার পুজো হচ্ছে। চলছে সকাল থেকে তারই জোর প্রস্তুতি। স্থানীয় কার্তিক সেবা সমিতি আয়োজিত এই পুজো এবার ১৩ তম বর্ষ।
এই পুজোয় ক্রমশ আগ্রহ বাড়ছে মানুষের। হাওড়ার পঞ্চাননতলা সংলগ্ন এম সি ঘোষ লেনে সোমবার ১৮ ফুটের বিরাট কার্তিক ঠাকুরের প্রতিমার পুজো হচ্ছে। চলছে সকাল থেকে তারই জোর প্রস্তুতি। স্থানীয় কার্তিক সেবা সমিতি আয়োজিত এই পুজো এবার ১৩ তম বর্ষ।
advertisement
4/5
এই বারোয়ারি কার্তিক পুজো এলাকার বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে আয়োজন করে। জানা যায়, ১৩ বছর আগে কোনও এক বাড়িতে কার্তিক ঠাকুরের প্রতিমা দিয়ে এসেছিলেন স্থানীয়রা, কার্তিক পুজোর এমনই রীতি রয়েছে। কিন্তু হাওড়ায় এই পুজো, সেই পরিবার থেকে পুজো না করায় স্থানীয় মানুষ পুজো করতে এগিয়ে এসেছিলেন। সেই থেকেই হাওড়ায় এই বারোয়ারি পুজোর চল।
এই বারোয়ারি কার্তিক পুজো এলাকার বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে আয়োজন করে। জানা যায়, ১৩ বছর আগে কোনও এক বাড়িতে কার্তিক ঠাকুরের প্রতিমা দিয়ে এসেছিলেন স্থানীয়রা, কার্তিক পুজোর এমনই রীতি রয়েছে। কিন্তু হাওড়ায় এই পুজো, সেই পরিবার থেকে পুজো না করায় স্থানীয় মানুষ পুজো করতে এগিয়ে এসেছিলেন। সেই থেকেই হাওড়ায় এই বারোয়ারি পুজোর চল।
advertisement
5/5
প্রথম বর্ষের ছোট প্রতিমা দিয়ে পুজো শুরু হলেও গত কয়েক বছর বড় প্রতিমা পুজো হয়। কার্তিক পুজোর দিন কয়েক আগে থেকে পাড়ায় একটি জায়গায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে কার্তিক ঠাকুরের পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রতি বছরের মত এ বছরেও বারোয়ারি কার্তিক পুজোয় মেতেছেন মানুষ। এই বারোয়ারি কার্তিক পুজো উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়, যার নাম ' কার্তিক সেবা সমিতি ' । প্রতি বছর কার্তিক বছর দিন কয়েক আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে এম সি ঘোষ লেনের বাসিন্দারা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
প্রথম বর্ষের ছোট প্রতিমা দিয়ে পুজো শুরু হলেও গত কয়েক বছর বড় প্রতিমা পুজো হয়। কার্তিক পুজোর দিন কয়েক আগে থেকে পাড়ায় একটি জায়গায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে কার্তিক ঠাকুরের পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রতি বছরের মত এ বছরেও বারোয়ারি কার্তিক পুজোয় মেতেছেন মানুষ। এই বারোয়ারি কার্তিক পুজো উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়, যার নাম ' কার্তিক সেবা সমিতি ' । প্রতি বছর কার্তিক বছর দিন কয়েক আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে এম সি ঘোষ লেনের বাসিন্দারা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement