Kartik Puja: হাওড়ায় ১৮ ফুটের বিরাট কার্তিক! পুজো করে কার্তিক সেবা সমিতি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Kartik Puja: ১৮ ফুটের কার্তিক হাওড়া'য়! প্রতিবেশী জেলা নয়, হাওড়াতেই বারোয়ারি কার্তিক পুজোর আয়োজন। এলাকায় এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। গত কয়েক বছরে হাওড়ার এই কার্তিক পুজোর জাঁকজমতা বেড়েছে।
advertisement
হাওড়ার মানুষের কাছে কার্তিক পুজো বলতে অন্য অভিজ্ঞতা। যেখানে পরিবারের সন্তান রূপে পুজো করা হয় সপরিবারে। দেব সেনাপতি কার্তিক'কে সন্তান রূপে একদিনে চার প্রহরে পুজো সম্পন্ন হয়। বাবা-মা পরিবার সদস্যদের উপস্থিতিতে পুজোর রীতি রেওয়াজ পালিতহয় জেলায়। কিন্তু হাওড়া পঞ্চাননতলা সংলগ্ন এম বি ঘোষ স্থানীয় এলাকায় বারোয়ারি কার্তিক পুজোয় স্থানীয় মানুষের অন্য অভিজ্ঞতা।
advertisement
advertisement
এই বারোয়ারি কার্তিক পুজো এলাকার বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে আয়োজন করে। জানা যায়, ১৩ বছর আগে কোনও এক বাড়িতে কার্তিক ঠাকুরের প্রতিমা দিয়ে এসেছিলেন স্থানীয়রা, কার্তিক পুজোর এমনই রীতি রয়েছে। কিন্তু হাওড়ায় এই পুজো, সেই পরিবার থেকে পুজো না করায় স্থানীয় মানুষ পুজো করতে এগিয়ে এসেছিলেন। সেই থেকেই হাওড়ায় এই বারোয়ারি পুজোর চল।
advertisement
প্রথম বর্ষের ছোট প্রতিমা দিয়ে পুজো শুরু হলেও গত কয়েক বছর বড় প্রতিমা পুজো হয়। কার্তিক পুজোর দিন কয়েক আগে থেকে পাড়ায় একটি জায়গায় অস্থায়ী মণ্ডপ তৈরি করে কার্তিক ঠাকুরের পুজো করা হয়। স্থানীয় বাসিন্দারা প্রতি বছরের মত এ বছরেও বারোয়ারি কার্তিক পুজোয় মেতেছেন মানুষ। এই বারোয়ারি কার্তিক পুজো উপলক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়, যার নাম ' কার্তিক সেবা সমিতি ' । প্রতি বছর কার্তিক বছর দিন কয়েক আগে থেকেই পুজোর প্রস্তুতিতে মেতে ওঠে এম সি ঘোষ লেনের বাসিন্দারা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
