Shreyas Iyer Injury: কেমন আছেন শ্রেয়স আইয়ার? চোট পেয়ে অন্তত ৩ মাস মাঠের বাইরে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer Injury Update: বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ শ্রেয়স আইয়ার। প্রাথমিকভাবে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে আপাতত বিপদ কেটেছে শ্রেয়সের।
advertisement
বাঁদিকের পাঁজরের নীচের অংশে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ শ্রেয়স। প্রাথমিকভাবে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে আপাতত বিপদ কেটেছে শ্রেয়সের। কিন্তু চিকিৎসকদের অনুমান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটারের অন্তত তিনমাস সময় লাগবে। আর এই রিকভারির সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে শ্রেয়সকে। (Photo: X)
advertisement
এদিকে শ্রেয়সের মা-বাবা সিডনিতে ছেলের কাছে যেতে চাইছেন বলে জানা গিয়েছে। বিসিসিআই তাঁদের ভ্রমণের জন্য সাহায্য করছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তৃতীয় ওয়ানডে অ্যালেক্স ক্যারিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছনে ছুটে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন। সেই সময় বাঁ পাঁজরে আঘাত পান তারকা ক্রিকেটার। মাটিতে আছড়ে পড়েই বেদনায় কাতরাতে শুরু করেন শ্রেয়স। (Photo: X)
advertisement
ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপরে বিসিসিআই তাঁর চোট সম্পর্কে একটি বিবৃতি জারি করে। তাতে বলা হয়েছে ‘‘শ্রেয়স প্লীহায় আঘাত পেয়েছিলেন এবং বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সর্বদা তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ফিল্ডিংয়ের সময় তাঁর বাম পাঁজরে আঘাত লেগেছিল। তাঁকে আরও মূল্যায়নের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’ (Photo: X)
advertisement
বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘‘রক্তক্ষরণের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। শ্রেয়সকে দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে।’’ জানা যায়, মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরে আসার পরও শ্রেয়স অস্বস্তিতে ভুগছিলেন। এই আবহে কোনওরকম ঝুঁকি নেয়নি বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফ। দলের চিকিৎসক ও ফিজিও কোনও ঝুঁকি নেননি এবং তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি এখন স্থিতিশীল, তবে এটি মারাত্মক হতে পারত। যেহেতু অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, তাই তাঁর সেরে উঠতে অবশ্যই আরও সময় লাগবে। (Photo: X)
