Shahrukh Khan On Andre Russell: বহুদিন চুপ করে ছিলেন, KKR নিয়ে চলতি আইপিএলে প্রথম মুখ খুললেন শাহরুখ খান

Last Updated:
Shahrukh Khan Tweet On Kkr: এই বছর তো একবারও কেকেআর নিয়ে কোনও কথা বলেননি শাহরুখ। এই প্রথম কী বললেন জানেন?
1/5
দীর্ঘদিন তিনি চুপ করে ছিলেন। কেকেআর নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যাচ্ছিল না। চলতি আইপিএলে এই প্রথম কেকেআর নিয়ে নীরবতা ভাঙলেন কিং খান।
দীর্ঘদিন তিনি চুপ করে ছিলেন। কেকেআর নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যাচ্ছিল না। চলতি আইপিএলে এই প্রথম কেকেআর নিয়ে নীরবতা ভাঙলেন কিং খান।
advertisement
2/5
শুক্রবার ওয়াংখেড়েতে তাণ্ডব করেছেন আন্দ্রে রাসেল। ২৬ বলে হাফ সেঞ্চুরি। ৩১ বলে ৭০ রান করে অপরাজিত। দ্রে রাসের জন্য উড়ে এল শাহরুখ খানের শুভেচ্ছাবার্তা।
শুক্রবার ওয়াংখেড়েতে তাণ্ডব করেছেন আন্দ্রে রাসেল। ২৬ বলে হাফ সেঞ্চুরি। ৩১ বলে ৭০ রান করে অপরাজিত। দ্রে রাসের জন্য উড়ে এল শাহরুখ খানের শুভেচ্ছাবার্তা।
advertisement
3/5
শুক্রবার আটটি ছক্কা মেরেছিলেন রাসেল। সঙ্গে দুটি চার। সব কটাই প্রায় পেল্লাই ছক্কা। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত কিং খানও।
শুক্রবার আটটি ছক্কা মেরেছিলেন রাসেল। সঙ্গে দুটি চার। সব কটাই প্রায় পেল্লাই ছক্কা। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত কিং খানও।
advertisement
4/5
শুক্রবার কমলা টুপি পেয়েছেন রাসেল। শাহরুখ খান লিখলেন, বহুদিন পর আবার বল এতটা উঁচুতে উঠতে দেখলাম। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড।
শুক্রবার কমলা টুপি পেয়েছেন রাসেল। শাহরুখ খান লিখলেন, বহুদিন পর আবার বল এতটা উঁচুতে উঠতে দেখলাম। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড।
advertisement
5/5
শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেলের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তিনি খেলতে নেমে দলকে প্রায় একার হাতেই জিতিয়ে দিলেন।
শুক্রবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেলের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তিনি খেলতে নেমে দলকে প্রায় একার হাতেই জিতিয়ে দিলেন।
advertisement
advertisement
advertisement