Sarfaraz Khan Love Story: ভালমন্দ সবতেই স্বামীর পাশে থাকেন, সরফরাজের সুন্দরী স্ত্রী বলে বলে গোল দেবে বলি নায়িকাদের, চিনে নিন ফটোতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Cricketer Love Story: প্রেমের রাস্তাতেও হাত ধরে পাশাপাশি হাঁটেন, আবার ক্রিকেটার স্বামীর জীবনের ওঠাপড়াতেও পাশেই থাকেন
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে দারুণ পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন সরফরাজ খান৷ কিন্তু তিনি যে ভাল পারফরম্যান্স দিতেই পারেন সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে ফের একবার সেই সত্যিতেই সিলমোহর দিয়ে দিলেন৷ প্রচলিত রয়েছে প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারী থাকেন আর সরফরাজের সেই নারী শক্তি তাঁর স্ত্রী৷
advertisement
advertisement
ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টে একাধিক ক্রিকেটারের এক সে বড়কর এক পারফরম্যান্স হয়েছে৷ তবে সবচেয়ে নজর কেড়েছেন যিনি অভিষেক টেস্টেই অর্ধ শতরান করা সরফরাজ খান৷ পাশাপাশি তাঁর বিবিও চলে এসেছেন মিডিয়ার ও সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে৷ দৃঢ় সংকল্প এবং দক্ষতার মিশেলে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইনিংস উপহার দিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement