Rohit Sharma Return: সব জল্পনা শেষ! ফের ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত! কবে-কোথায়? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma ODI Comeback vs Bangladesh in August 2025: রোহিত শর্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
রোহিত শর্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্প্রতি তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এর আগে তিনি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। এখন তিনি কেবল একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেটেই ভারতের হয়ে খেলবেন। আগামী মাসে ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। কিন্তু এই সফরে রোহিত দলের সঙ্গে থাকবেন না। কারণ এই সফরে কেবল ৫ ম্যাচের টেস্ট সিরিজ হবে, ওডিআই বা টি-২০ ম্যাচ থাকছে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত মোট ৪২টি ওয়ানডে ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত ৩৩টি জিতেছে এবং বাংলাদেশ ৮টি। একটি ম্যাচ ফলাফলহীন ছিল। টি-২০ ক্রিকেটে দুই দল এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১৬ বার জয়ী হয়েছে এবং বাংলাদেশ মাত্র ১ বার জয় পেয়েছে। ভারতীয় দল এবারই প্রথমবার বাংলাদেশে টি-২০ সিরিজ খেলবে।