Rohit Sharma New Car : রোহিত শর্মার বাড়িতে এল নতুন সদস্য! ছবি প্রকাশ্যে, দেখেই অবাক সবাই

Last Updated:
Rohit Sharma 03015 number Lamborghini Urus Car: ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা এই মুহূর্তে খবরে শিরোনামে রয়েছেন। তবে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নয়, বরং তাঁর নতুন বিলাসবহুল গাড়ির জন্য।
1/6
ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা এই মুহূর্তে খবরে শিরোনামে রয়েছেন। তবে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নয়, বরং তাঁর নতুন বিলাসবহুল গাড়ির জন্য। রোহিত সম্প্রতি এমন একটি গাড়ি কিনেছেন যার মূল্যে মুম্বইয়ের মতো শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব।
ভারতীয় ক্রিকেট দলের হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা এই মুহূর্তে খবরে শিরোনামে রয়েছেন। তবে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নয়, বরং তাঁর নতুন বিলাসবহুল গাড়ির জন্য। রোহিত সম্প্রতি এমন একটি গাড়ি কিনেছেন যার মূল্যে মুম্বইয়ের মতো শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব।
advertisement
2/6
ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি ইতালির বিখ্যাত গাড়ি নির্মাতা Lamborghini-র একটি সুপার লাক্সারি গাড়ি কিনেছেন।  Lamborghini Urus  মডেলের রঙ কমলা। এই গাড়ির মুম্বইতে অন রোড প্রাইস ৫ কোটি টাকারও বেশি।
ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি ইতালির বিখ্যাত গাড়ি নির্মাতা Lamborghini-র একটি সুপার লাক্সারি গাড়ি কিনেছেন। Lamborghini Urus মডেলের রঙ কমলা। এই গাড়ির মুম্বইতে অন রোড প্রাইস ৫ কোটি টাকারও বেশি।
advertisement
3/6
রোহিত শর্মার নতুন কমলা রঙের Lamborghini গাড়ির নম্বর হল 03015। কিন্তু এই নম্বর শুধু একটি রেজিস্ট্রেশন নম্বর নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর পারিবারিক যোগ। আসুন সেটা জেনে নেওয়া যাক।
রোহিত শর্মার নতুন কমলা রঙের Lamborghini গাড়ির নম্বর হল 03015। কিন্তু এই নম্বর শুধু একটি রেজিস্ট্রেশন নম্বর নয়, এর পেছনে লুকিয়ে আছে গভীর পারিবারিক যোগ।
advertisement
4/6
রোহিত শর্মার আগে একটি নীল রঙের Lamborghini Urus ছিল। ওই গাড়িটির দাম ছিল প্রায় ৩.১৫ কোটি টাকা। তবে তিনি এই গাড়ি গত বছর Dream11 বিজেতাকে উপহার দিয়েছিলেন। এছাড়াও রোহিতের কাছে রয়েছে BMW-এর স্পোর্টস কার M5 – ফর্মুলা ওয়ান এডিশন।
রোহিত শর্মার আগে একটি নীল রঙের Lamborghini Urus ছিল। ওই গাড়িটির দাম ছিল প্রায় ৩.১৫ কোটি টাকা। তবে তিনি এই গাড়ি গত বছর Dream11 বিজেতাকে উপহার দিয়েছিলেন। এছাড়াও রোহিতের কাছে রয়েছে BMW-এর স্পোর্টস কার M5 – ফর্মুলা ওয়ান এডিশন।
advertisement
5/6
টি২০ ও টেস্ট ক্রিকেট  থেকে অবসর নিয়েছেন হিটম্যান। তবে তাঁকে ওডিআই ক্রিকেটে দেখা যাবে। আর কিছুদিনের মধ্যেই আবার হয়তো মাঠে দেখা যাবে রোহিত শর্মাকে।
টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হিটম্যান। তবে তাঁকে ওডিআই ক্রিকেটে দেখা যাবে। আর কিছুদিনের মধ্যেই আবার হয়তো মাঠে দেখা যাবে রোহিত শর্মাকে।
advertisement
6/6
রোহিত শর্মার আগের ল্যাম্বোরগিনি উরুস গাড়িটি ছিল নীল রঙের।ওই গাড়ির নম্বর প্লেট ছিল ‘264’, যা ছিল একেবারে বিশেষ অর্থপূর্ণ। 264 নম্বর রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। 
তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।
রোহিত শর্মার আগের ল্যাম্বোরগিনি উরুস গাড়িটি ছিল নীল রঙের। ওই গাড়ির নম্বর প্লেট ছিল ‘264’, যা ছিল একেবারে বিশেষ অর্থপূর্ণ। 264 নম্বর রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তিনি ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।
advertisement
advertisement
advertisement