Rohit Sharma in KKR: ‘ইডেন গার্ডেন্স ইজ মাই ফেভারিট গ্রাউন্ড’, মুম্বই সরিয়ে দেওয়ার পর রোহিত কি কেকেআরে!

Last Updated:
Rohit Sharma in KKR: রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন, কেকেআর ফ্যানরা নেমে পড়েছেন ঘোলা জলে মাছ ধরতে...
1/7
Rohit Sharma in KKR: রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে৷ তারপরেই চারপাশে তোলপাড়৷ হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ফলোয়ার্স সোশ্যাল মিডিয়ায় থেকে বহু সরে গিয়েছেন৷
Rohit Sharma in KKR: রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে৷ তারপরেই চারপাশে তোলপাড়৷ হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে দেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্স ফলোয়ার্স সোশ্যাল মিডিয়ায় থেকে বহু সরে গিয়েছেন৷
advertisement
2/7
এর মধ্যেই কেকেআর ফ্যানরা জোর জল্পনায় যে রোহিত শর্মা কি আসছেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে৷
এর মধ্যেই কেকেআর ফ্যানরা জোর জল্পনায় যে রোহিত শর্মা কি আসছেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে৷
advertisement
3/7
একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাওয়া হচ্ছে গৌতম গম্ভীরের কেকেআরে আসুন রোহিত শর্মা৷
একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চাওয়া হচ্ছে গৌতম গম্ভীরের কেকেআরে আসুন রোহিত শর্মা৷
advertisement
4/7
আসলে এই গুঞ্জনের নেপথ্য কারণ একটি পুরনো সাক্ষাৎকার৷ রোহিত শর্মা ৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে শুরু করেন ২০১৫ সালে৷ মাত্র ১০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে কিনেছিল এমআই৷
আসলে এই গুঞ্জনের নেপথ্য কারণ একটি পুরনো সাক্ষাৎকার৷ রোহিত শর্মা ৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে শুরু করেন ২০১৫ সালে৷ মাত্র ১০ লক্ষ টাকা বেস প্রাইসে তাঁকে কিনেছিল এমআই৷
advertisement
5/7
সেখান থেকে যাত্রা শুরু করে তারকা অলরাউন্ডার থেকে এবার অধিনায়ক৷ তিনি ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০  আইপিএল জয়ী মুম্বই দলের সদস্যও ছিলেন৷ তা বলে রোহিত শর্মা কি এভাবে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া মেনে নিতে পারবেন৷
সেখান থেকে যাত্রা শুরু করে তারকা অলরাউন্ডার থেকে এবার অধিনায়ক৷ তিনি ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০  আইপিএল জয়ী মুম্বই দলের সদস্যও ছিলেন৷ তা বলে রোহিত শর্মা কি এভাবে অধিনায়কত্ব থেকে সরে যাওয়া মেনে নিতে পারবেন৷
advertisement
6/7
তাই এর মধ্যেই ভাইরাল হয়েছে রোহিতের পুরনো সাক্ষাৎকার৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন আইপিএল দলের অধিনায়কত্ব তিনি করতে চান৷
তাই এর মধ্যেই ভাইরাল হয়েছে রোহিতের পুরনো সাক্ষাৎকার৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোন আইপিএল দলের অধিনায়কত্ব তিনি করতে চান৷
advertisement
7/7
এর উত্তরে রোহিত বলেছেন ‘ইডেন গার্ডেন্স ইজ মাই ফেভারিট গ্রাউন্ড, অ্যান্ড লট হ্যাজ হ্যাপেনজ ইন দিজ গ্রাউন্ড স সো..’’ আর রোহিতের এই ইন্টারভিউ প্রায় পাঁচ বছর বাদে সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
এর উত্তরে রোহিত বলেছেন ‘ইডেন গার্ডেন্স ইজ মাই ফেভারিট গ্রাউন্ড, অ্যান্ড লট হ্যাজ হ্যাপেনজ ইন দিজ গ্রাউন্ড স সো..’’ আর রোহিতের এই ইন্টারভিউ প্রায় পাঁচ বছর বাদে সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
advertisement