RCB vs PBKS IPL 2025 Final: ফাইনালে আরসিবিকে চাপে রেখেছে পঞ্জাব, কী পরিস্থিতি ম্যাচের? রইল আপডেট

Last Updated:
RCB vs PBKS IPL 2025 Final: ফাইনাল সবসময়ই স্নায়ূর লড়াই। আইপিএল ২০২৫-এর ফাইনালের প্রথার্ধের শুরুতে দেখা যাচ্ছে সেই দৃশ্য। পাওয়ার প্লে-তে সম্মান জনক স্কোর করলেও বড় স্কোর করতে পারল না আরসিবি।
1/6
ফাইনাল সবসময়ই স্নায়ূর লড়াই। আইপিএল ২০২৫-এর ফাইনালের প্রথার্ধের শুরুতে দেখা যাচ্ছে সেই দৃশ্য। পাওয়ার প্লে-তে সম্মান জনক স্কোর করলেও বড় স্কোর করতে পারেনি আরসিবি। (Photo Courtesy- AP)
ফাইনাল সবসময়ই স্নায়ূর লড়াই। আইপিএল ২০২৫-এর ফাইনালের প্রথার্ধের শুরুতে দেখা যাচ্ছে সেই দৃশ্য। পাওয়ার প্লে-তে সম্মান জনক স্কোর করলেও বড় স্কোর করতে পারেনি আরসিবি। (Photo Courtesy- AP)
advertisement
2/6
মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী মেজাজে প্রথম ওভারে ব্যাটিং করেন ফিল সল্ট। ছয় ও চার মারেন তিনি। (Photo Courtesy- AP)
মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী মেজাজে প্রথম ওভারে ব্যাটিং করেন ফিল সল্ট। ছয় ও চার মারেন তিনি। (Photo Courtesy- AP)
advertisement
3/6
কিন্তু দ্বিতীয় ওভারে কাইল জেমিসনের বলে বিগ হিট করতে গিয়ে আউট হয়ে যান ফিল সল্ট। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। (Photo Courtesy- AP)
কিন্তু দ্বিতীয় ওভারে কাইল জেমিসনের বলে বিগ হিট করতে গিয়ে আউট হয়ে যান ফিল সল্ট। বাউন্ডারি লাইনে অনবদ্য ক্যাচ ধরেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। (Photo Courtesy- AP)
advertisement
4/6
এরপর বিরাট কোহলি মায়াঙ্ক আগরওল এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। তবে সল্ট আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায় আরসিবির। মায়াঙ্ক কয়েকটি আক্রমণাত্মক শট খেলেন। (Photo Courtesy- AP)
এরপর বিরাট কোহলি মায়াঙ্ক আগরওল এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। তবে সল্ট আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায় আরসিবির। মায়াঙ্ক কয়েকটি আক্রমণাত্মক শট খেলেন। (Photo Courtesy- AP)
advertisement
5/6
৩৮ রান জুটিতে যোগ করেন বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু রানের গতিবেগ কমতে থাকায় চাহলের বলে বিগ শট মারতে গিয়ে আউট হন মায়াঙ্ক। ২৪ রান করেন তিনি। (Photo Courtesy- AP)
৩৮ রান জুটিতে যোগ করেন বিরাট কোহলি ও মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু রানের গতিবেগ কমতে থাকায় চাহলের বলে বিগ শট মারতে গিয়ে আউট হন মায়াঙ্ক। ২৪ রান করেন তিনি। (Photo Courtesy- AP)
advertisement
6/6
তবে ফাইনালে চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি। মায়াঙ্ক আউট হওয়ার পর ক্রিজে আসেন রজত পাতিদার। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৮৭ রান। কোহলি ২৪ ও পাতিদার ১৮ রানে অপরাজিত (১০ ওভার পর্যন্ত আপডেট)। (Photo Courtesy- AP)
তবে ফাইনালে চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি। মায়াঙ্ক আউট হওয়ার পর ক্রিজে আসেন রজত পাতিদার। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৮৭ রান। কোহলি ২৪ ও পাতিদার ১৮ রানে অপরাজিত (১০ ওভার পর্যন্ত আপডেট)। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement