হোম » ছবি » খেলা » খুশির ঈদের দিনেও প্রিয় বিরিয়ানি জুটল না শামির! সিরাজের জন্য দু'প্লেট!
Mohammad Shami: খুশির ঈদের দিনেও প্রিয় বিরিয়ানি জুটল না শামির! সিরাজের জন্য দু'প্লেট!
Bangla Digital Desk
1/ 6
বিরিয়ানি ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় বিরল। তবে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির মতো বিরিয়ানি ভালবাসেন, এমনও মানুষও বিরল।
2/ 6
বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালবাসেন শামি। সেই তাঁরই কি না ঈদের দিনে বিরিয়ানি জুটল না। অন্তত রবি শাস্ত্রী পরামর্শ মানলে তো তেমনটাই হওয়ার কথা।
3/ 6
ঈদের দিনে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস। ম্যাচ ডে-তে শামিকে বিরিয়ানি না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন রবি শাস্ত্রী। তাঁর সেই টুইট ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
4/ 6
শামিকে ম্যাচ ডে-র দিন বিরিয়ানি খেতে বারণ করলেও আরেক পেসার মহম্মদ সিরাজকে দুপ্লেট বিরিয়ানি খেতে বলেছেন শাস্ত্রী। কারণ ঈদের দিন আরসিবির ম্যাচ ছিল না। তাই সিরাজের মাঠে নামার কথা নয়।
5/ 6
শাস্ত্রী টুইটে লিখেছেন, 'আমার ডাবল ট্রাবলের জন্য ঈদ মোবারক। শামি আজ খেলা আছে, বিরিয়ানি বাদ। এসপার নয় ওসপার। সিরাজ, তুই দুই বার খেতে পারিস।'
6/ 6
ফিটনেসের কথা মাথায় রেখে অনেক ক্রিকেটারই বিরিয়ানি খাওয়া ছেড়ে দিয়েছেন। তাঁদের মধ্যে বিরাট কোহলি ও রশিদ খানও রয়েছেন।