Ranji Trophy Final 2023: রঞ্জি ফাইনালে বাংলার ব্যাটিং বিপর্যয়, পরপর উইকেট হারিয়ে চাপে মনোজরা

Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে শুরু হল বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। ফাইনালে টস ভাগ্য সাথ দিল না বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারির।
1/6
ইডেন গার্ডেন্সে শুরু হল রঞ্জি ট্রফির ফাইনাল। মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দেয়নি বাংলা অধিনায়ক মনজো তিওয়ারির। টস জিতে বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।
ইডেন গার্ডেন্সে শুরু হল রঞ্জি ট্রফির ফাইনাল। মেগা ফাইনালে টস ভাগ্য সাথ দেয়নি বাংলা অধিনায়ক মনজো তিওয়ারির। টস জিতে বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট।
advertisement
2/6
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল তরুণ ওপোনার সুমন্ত গুপ্তর। ১৯৮৯-৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সুমন্ত।
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল তরুণ ওপোনার সুমন্ত গুপ্তর। ১৯৮৯-৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সুমন্ত।
advertisement
3/6
বাংলার প্রথম একাদশে রয়েছেন, অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।
বাংলার প্রথম একাদশে রয়েছেন, অভিমন্যু ঈশ্বরন, সুমন্ত গুপ্ত, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), আকাশ ঘটক, আকাশ দীপ, মুকেশ কুমার ও ইশান পোড়েল।
advertisement
4/6
সৌরাষ্ট্রের প্রথম একাদশে রয়েছেন, হার্ভিক দেশাই (উইকেটকিপার), বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া ও পার্থ ভাট।
সৌরাষ্ট্রের প্রথম একাদশে রয়েছেন, হার্ভিক দেশাই (উইকেটকিপার), বিশ্বরাজ জাদেজা, জয় গোহিল, শেল্ডন জ্যাকসন, অর্পিত বাসবদা, চিরাগ জানি, প্রেরক মানকড়, ধর্মেন্দ্রসিং জাদেজা, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), চেতন সাকারিয়া ও পার্থ ভাট।
advertisement
5/6
রঞ্জি ফাইনাল উপলক্ষ্যে ইনেডেন আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্যদের। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে ফাইনাল ম্যাচ শুরু করেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বোরণ বন্দোপাধ্যায়।
রঞ্জি ফাইনাল উপলক্ষ্যে ইনেডেন আমন্ত্রণ জানানো হয়েছে ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী দলের সদস্যদের। এদিন ইডেনে ঘণ্টা বাজিয়ে ফাইনাল ম্যাচ শুরু করেন বাংলার প্রাক্তন রঞ্জি জয়ী অধিনায়ক সম্বোরণ বন্দোপাধ্যায়।
advertisement
6/6
ইনিংসের শুরুটা ভালো হল না বাংলা দলের। একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলা। শেষ আপডেট পর্যন্ত প্রথম ৫ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলা। সাজঘরে ফেরত গিয়েছে সুমন্ত গুপ্ত, অভিমুন্য ঈশ্বরন, সুদীপ ঘরামি ও মনোজ তিওয়ারি।
ইনিংসের শুরুটা ভালো হল না বাংলা দলের। একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলা। শেষ আপডেট পর্যন্ত প্রথম ৫ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলা। সাজঘরে ফেরত গিয়েছে সুমন্ত গুপ্ত, অভিমুন্য ঈশ্বরন, সুদীপ ঘরামি ও মনোজ তিওয়ারি।
advertisement
advertisement
advertisement