Rahul Dravid New Head Coach of Team India: টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়, আগামী ২ বছর Virat Kohli-Rohit Sharma-দের সামলাবেন জ্যামি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Rahul Dravid New Head Coach of Team India: রাহুলের সঙ্গে প্রাক্তন প্রেসার পরশ মামরে বোলিং কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন
advertisement
advertisement
advertisement
সেই দ্রাবিড়ই এখন বিরাট-রোহিতদের হেড স্যার হচ্ছেন (Rahul Dravid is the next Head Coach of Senior Indian Cricket Team) ৷ একদিকে যখন দুবাইয়ে জমজমাট ফাইনাল চলছে ঠিক তখনই অন্যদিকে সৌরভ-জয় শাহ জুটি বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়কে ৷ জানতে পারা গিয়েছে রাহুল দ্রাবিড়ও বিসিসিআইকে (BCCI) জানিয়েছেন যে তিনি এই গুরু দায়িত্ব সামলাবার জন্য প্রস্তুত ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
বোলিং কোচ হিসাবে প্রাক্তন ভারতীয় প্রেসার পরশ মামরেকে নির্বাচিত করেছে বিসিসিআই (BCCI also selected Paras Mhambrey as bowling coach of Indian Cricket Team) ৷ ব্যাটিং কোচ হিসাবে বিক্রম রাঠোর (Vikram Rathore) দায়িত্ব পালন করবেন ৷ আপাতত ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইয়ের (Two years agreement in between BCCI and Rahul Dravid) ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement
রবি শাস্ত্রীর আগে (Before Ravi Shastri) আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে (Anil Kumble) ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ছিলেন কিন্তু অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে মত পার্থক্যের কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন ৷ বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হেডকোচ অনিল কুম্বলে (Anil Kumble) ৷ ফাইল ছবি ৷