Quinton de kock Statement On BLM Movement: 'রেসিস্ট নই, কিন্তু জোর করে হাঁটু মুড়ে বসতে চাইনি', সাফাই ডি'ককের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Quinton De Cock On BLM: 'বিশ্বকাপ এলেই নানারকম নাটক শুরু হয়। ব্ল্যাক লাইভ ম্যাটারস মুভমেন্ট-এর অনেক আগে থেকেই আমি এই ব্যাপারে সচেতন।'
চলতি বিশ্বকাপে ব্ল্যাক লাইভ ম্যাটারস্ মুভমেন্ট-কে সমর্থন জানিয়েছে প্রায় সব দল। বিশ্বের বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতনের প্রতিবাদে এই মুভমেন্ট। তার জন্যই ভারত, ইংল্যান্ড সহ বহু দেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসে সেই মুভমেন্টকে সমর্থন জানিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সেটা করেননি।
advertisement
advertisement
advertisement
advertisement