বিতর্ক দিয়েই শুরু হয়েছিল তাঁর ইউরো কাপ অভিযান। প্রথমে আইসল্যান্ড দলের প্রতি তাঁর অবমাননাকর মন্তব্য নিয়ে উত্তাল হয়ে উঠেছিল ফুটবলবিশ্ব। এমনকী, বুধবার হাঙ্গেরির বিরুদ্ধে ম্যাচে নামার আগে নিজের দেশেরই সাংবাদিকদের মাইক্রোফোন জলে ফেলে দিয়ে বিতর্ক আরও খুঁচিয়ে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ম্যাচ খেলতে নামার আগে বিবৃতিও দিতে হয়েছিল কোচ ফার্নান্দো স্যান্টোসকে। কিন্তু সমস্ত বিতর্ক দূরে সরিয়ে তিনিই ফিরে এলেন সুপারম্যানের মতো।
ম্যাচের ফল ৩-৩। ‘এফ’ গ্রুপ থেকে তৃতীয় সেরা দল হিসাবে পর্তুগাল নক-আউট পর্বে খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু তার আগে বুধবার জোড়া গোলে ফেরা রোনাল্ডো যেন বাড়তি অক্সিজেন জুগিয়ে দিয়ে গেলেন শিবিরে। প্রথম ফুটবলার হিসাবে টানা চারটি ইউরো কাপে গোল করে তিনি গড়লেন নতুন কীর্তি। ম্যাচে পিছিয়ে থাকা পর্তুগালকে লড়াই করলেন নিজে গোল করে।