N Srinivasan and Women's Cricket: ‘আমার হাতে থাকলে মেয়েদের ক্রিকেটটা বন্ধ করে দিতাম’-শ্রীনিবাসনের মন্তব্যের সপাট জবাব পারফরম্যান্সে হরমনপ্রীত-দীপ্তি-শেফালি-রিচার

Last Updated:
‘ভাবুন, ভাবা প্র্যাকটিশ করুন’- এন শ্রীনিবাসন নিজের মত প্রকাশ্যে বলেছিলেন, এই ভাবনা যাঁরা লুকিয়ে রাখেন তাঁদের সপাট ‘চড়’ মারল ভারতের মেয়েরা
1/9
: ২০১৭ সালের অগাস্ট মাসে এন শ্রীনিবাসন জানিয়েছিলেন তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি মহিলা ক্রিকেট বন্ধ করে দিতেন৷ সেই সময়ে সমস্ত সংবাদ মাধ্যমে খবরটি সামনে এসেছিল৷ ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম পথিকৃৎ ডায়না এডুলজি সামনে এনেছিলেন এই শকিং সত্যিটা৷
: ২০১৭ সালের অগাস্ট মাসে এন শ্রীনিবাসন জানিয়েছিলেন তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি মহিলা ক্রিকেট বন্ধ করে দিতেন৷ সেই সময়ে সমস্ত সংবাদ মাধ্যমে খবরটি সামনে এসেছিল৷ ভারতীয় মহিলা ক্রিকেটের প্রথম পথিকৃৎ ডায়না এডুলজি সামনে এনেছিলেন এই শকিং সত্যিটা৷
advertisement
2/9
এডুলজির উদ্ধৃিতিতে বলা হয়েছিল, 
এডুলজির উদ্ধৃিতিতে বলা হয়েছিল,  "২০০৬ সালে যখন মহিলা ক্রিকেট বিসিসিআইয়ের আওতায় আসে, ঠিক সেই দিন থেকেই আমি সবসময় বিসিসিআইয়ের বিরোধিতা করে আসছি। বিসিসিআই একটি পুরুষতান্ত্রিক সংগঠন। তারা কখনও চায়নি যে মহিলারা এই বিষয়ে সিদ্ধান্ত নিন বা এই বিষয়ে জড়িয়ে পড়ুন- "তারা কখনোই চায়নি যে মহিলারা শর্ত আরোপ করুক বা এই বিষয়ে জড়িয়ে পড়ুক।’’
advertisement
3/9
তিনি আরও বলেছিলেন, ‘‘আমি আমার খেলার দিন থেকেই খুব সোচ্চার ছিলাম, যখন থেকে আমি শুরু করেছিলাম,
তিনি আরও বলেছিলেন, ‘‘আমি আমার খেলার দিন থেকেই খুব সোচ্চার ছিলাম, যখন থেকে আমি শুরু করেছিলাম," তিনি বলেন। "এখনও, আমি বলব যে বিসিসিআইয়ের মধ্যে এখনও এটা ভালোভাবে গৃহীত হয়নি যে মহিলা ক্রিকেট ভালো করছে। তাদের (কিছু বিসিসিআই সদস্য) পক্ষে এই সত্যটি মেনে নেওয়া খুব কঠিন যে এই দলটি খুব ভাল করেছে৷"
advertisement
4/9
সেখান থেকে ২০২৫- ২ নভেম্বর- কারো হাতে থাকলে তিনি খেলা বন্ধ করে দিতেন মহিলাদের খেলা এবার তো এটার একটা উত্তর দাবি করতেই পারেন সকলেই৷ না শুধু মহিলারা নন, উত্তর চাইছে ১৫০ কোটির গোটা দেশ৷
সেখান থেকে ২০২৫- ২ নভেম্বর- কারো হাতে থাকলে তিনি খেলা বন্ধ করে দিতেন মহিলাদের খেলা এবার তো এটার একটা উত্তর দাবি করতেই পারেন সকলেই৷ না শুধু মহিলারা নন, উত্তর চাইছে ১৫০ কোটির গোটা দেশ৷
advertisement
5/9
বিসিসিআইয়ের মতো একটি ক্রীড়া সংস্থর সর্বোচ্চ দায়িত্ব -পাশাপাশি আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থা আইসিসি-র দায়িত্বে থাকা শ্রীনিবাসন কী করে এরকমভাবে একটি বিদ্বেষমূলক ভাবনা সোচ্চরে বলতে পারেন৷
বিসিসিআইয়ের মতো একটি ক্রীড়া সংস্থর সর্বোচ্চ দায়িত্ব -পাশাপাশি আন্তর্জাতিক সর্বোচ্চ সংস্থা আইসিসি-র দায়িত্বে থাকা শ্রীনিবাসন কী করে এরকমভাবে একটি বিদ্বেষমূলক ভাবনা সোচ্চরে বলতে পারেন৷
advertisement
6/9
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মেয়েরা যে শুধু কাপ জিতে বিশ্বসেরা হয়েছেন তাই নয়, ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ থেকে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সব পুরস্কারই এসেছে ভারতের ঝোলায়৷ এঁরাই শ্রীনিবাসনের মহিলা ক্রিকেট বন্ধ করে দেওয়ার মুখ ভেঙে দেওয়া জবাব৷
২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মেয়েরা যে শুধু কাপ জিতে বিশ্বসেরা হয়েছেন তাই নয়, ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ থেকে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সব পুরস্কারই এসেছে ভারতের ঝোলায়৷ এঁরাই শ্রীনিবাসনের মহিলা ক্রিকেট বন্ধ করে দেওয়ার মুখ ভেঙে দেওয়া জবাব৷
advertisement
7/9
রেকর্ড করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন শাফালি ভর্মা৷ সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান করার পাশাপাশি সবচেয়ে ছোট বয়সেই প্লেয়ার অফ দ্য ম্যাচ৷
রেকর্ড করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন শাফালি ভর্মা৷ সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ ফাইনালে অর্ধশতরান করার পাশাপাশি সবচেয়ে ছোট বয়সেই প্লেয়ার অফ দ্য ম্যাচ৷
advertisement
8/9
এদিকে দীপ্তি শর্মা হয়েছেন টুর্নামেন্টে ২৮ বছরের অলরাউন্ডার ২১৫ রান এবং ২২ টি উইকেট তুলে নিয়েছিলেন৷ যা মহিলা -পুরুষ বিশ্বকাপে কোনও অলরাউন্ডারের নেই৷
এদিকে দীপ্তি শর্মা হয়েছেন টুর্নামেন্টে ২৮ বছরের অলরাউন্ডার ২১৫ রান এবং ২২ টি উইকেট তুলে নিয়েছিলেন৷ যা মহিলা -পুরুষ বিশ্বকাপে কোনও অলরাউন্ডারের নেই৷
advertisement
9/9
ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষও এদিন ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন বিশ্বকাপের মঞ্চে৷ বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক হলেন তিনি৷ এর পাশাপাশি ভারতীয় হিসেবে সবেচেয়ে বেশি ছক্কাও তাঁর৷
ভারতের উইকেটরক্ষক রিচা ঘোষও এদিন ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন বিশ্বকাপের মঞ্চে৷ বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক হলেন তিনি৷ এর পাশাপাশি ভারতীয় হিসেবে সবেচেয়ে বেশি ছক্কাও তাঁর৷
advertisement
advertisement
advertisement