Weight Gain Over Night: রাতারাতি ওজন বেড়ে যেতে পারে? ভিনেশের সঙ্গে কী হয়েছিল, বুঝিয়ে দিলেন কুস্তি কোচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভিনেশের স্বপ্নভঙ্গে কি কারণ, কেমনভাবে এক রাতে বাড়ে ওজন!
প্যারিস অলিম্পিক্সে ভারতের আশা বড় ধাক্কা খেয়েছে। কুস্তি চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাট ফাইনালের আগেই ডিসকোয়ালিফাইড হয়ে কুস্তি তালিকায় একদম শেষস্থানে চলে গেছেন। এই খবরে হতবাক গোটা দেশ। দুঃখের পাহাড়র নিচে চাপা পড়েছে গোটা দেশের মেডেল জয়ের আশা৷ যে ভবিষ্যতের কুস্তিগিররা উঠছেন তাঁদের জন্যেও এইভাবে নাম খারিজ হয়ে যাওয়া অত্যন্ত আতঙ্কের৷
advertisement
advertisement
রেসলিং কোচ জবার সিং সোম বলেছেন যে ভিনেশ ফোগাট তার ওজন প্রায় ১৩ কেজি কমিয়েছিলেন। আর সে ৫০ কেজি বিভাগে খেলছিল। এমন পরিস্থিতিতে অনেক বেশি ওজন কমানো খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটা হয় যে রাতে কিছু খাওয়ার কারণে ওজন বাড়ে এবং কয়েক ঘণ্টার জন্যে কমেও না। ভিনেশের সঙ্গেও তেমন কিছু ঘটেনি। কারণ ভিনেশের ওজন ৫০ কেজির থেকে মাত্র কয়েক গ্রাম বেশি হয়ে গেছে।
advertisement
advertisement
advertisement