Pandya Brothers New Flat: ৩০ কোটি টাকার এইট বিইএইচকে ফ্ল্যাট কিনলেন পান্ডিয়া, কী নেই সেখানে!

Last Updated:
৩০ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন পান্ডিয়া ব্রাদার্স। খুব তাড়াতাড়ি শিফট করবেন সেখানে।
1/5
একটা সময় ম্যাচ পিছু ৪০০-৫০০ টাকা করে পেতেন। বেশিরভাগ দিন প্র্যাকটিসের পর ম্যাগি খেয়েই খিধে মেটাতে হত। আজ সেই তাঁরাই কি না কিনে ফেললেন ৩০ কোটি টাকার ফ্ল্যাট! পান্ডিয়া ব্রাদার্স কামাল করল।
একটা সময় ম্যাচ পিছু ৪০০-৫০০ টাকা করে পেতেন। বেশিরভাগ দিন প্র্যাকটিসের পর ম্যাগি খেয়েই খিধে মেটাতে হত। আজ সেই তাঁরাই কি না কিনে ফেললেন ৩০ কোটি টাকার ফ্ল্যাট! পান্ডিয়া ব্রাদার্স কামাল করল।
advertisement
2/5
খুূব তাড়াতাড়ি বদোদরা থেকে মুম্বইতে চলে আসতে পারে হার্দিক পান্ডিয়ার পরিবার। আর তাই মুম্বইয়ের রুস্তমজি প্যারামাউন্টে ফ্ল্যাট কিনলেন ক্রুনাল ও হার্দিক। তাঁদের সেই ফ্ল্যাটে কী নেই!
খুূব তাড়াতাড়ি বদোদরা থেকে মুম্বইতে চলে আসতে পারে হার্দিক পান্ডিয়ার পরিবার। আর তাই মুম্বইয়ের রুস্তমজি প্যারামাউন্টে ফ্ল্যাট কিনলেন ক্রুনাল ও হার্দিক। তাঁদের সেই ফ্ল্যাটে কী নেই!
advertisement
3/5
৩৮৩৮ স্ক্যোয়ার ফিটের সেই ফ্ল্যাটে আটটি রুম রয়েছে। বলিউডের অভিনেতা টাইগার স্রফ ও তাঁর বান্ধবী দিশা পাটানিও একই অ্যাপার্টমেন্টে থাকেন।
৩৮৩৮ স্ক্যোয়ার ফিটের সেই ফ্ল্যাটে আটটি রুম রয়েছে। বলিউডের অভিনেতা টাইগার স্রফ ও তাঁর বান্ধবী দিশা পাটানিও একই অ্যাপার্টমেন্টে থাকেন।
advertisement
4/5
জিম, গেমিং জোন, প্রাইভেট সুইমিং পুল ও থিয়েটার রয়েছে এই ফ্ল্যাটে। সপরিবারে এই আলিশান অ্যাপার্টমেন্টে থাকবেন পান্ডিয়ারা।
জিম, গেমিং জোন, প্রাইভেট সুইমিং পুল ও থিয়েটার রয়েছে এই ফ্ল্যাটে। সপরিবারে এই আলিশান অ্যাপার্টমেন্টে থাকবেন পান্ডিয়ারা।
advertisement
5/5
সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সদের পারফরম্যান্স ভাল ছিল না। তবে ব্যক্তিগত জীবনে দুই ভাই সুসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি মুম্বইয়ের নতুন ফ্ল্যাটে শিফট করবেন পান্ডিয়ারা।
সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে পান্ডিয়া ব্রাদার্সদের পারফরম্যান্স ভাল ছিল না। তবে ব্যক্তিগত জীবনে দুই ভাই সুসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি মুম্বইয়ের নতুন ফ্ল্যাটে শিফট করবেন পান্ডিয়ারা।
advertisement
advertisement
advertisement