Inzamam Ul Haq Did Not Suffer heart Attack: 'কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে!' হাসপাতাল থেকে ফিরে অবাক ইনজামাম

Last Updated:
Inzamam Ul Haq: তাঁর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ি ফিরে এমন খবর শুনে আঁতকে উঠলেন ইনজামাম উল হক।
1/5
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের হার্ট অ্যাটাক হয়েছে। এমন খবরে চমকে উঠেছিল গোটা দুনিয়া। ইনজি কিন্তু নিজের ব্যাপারে এই খবর শুনে আঁতকে উঠেছেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের হার্ট অ্যাটাক হয়েছে। এমন খবরে চমকে উঠেছিল গোটা দুনিয়া। ইনজি কিন্তু নিজের ব্যাপারে এই খবর শুনে আঁতকে উঠেছেন।
advertisement
2/5
বিশ্বের বেশিরভাগ দেশের মিডিয়া ইনজির হার্ট অ্যাটাকের খবর প্রকাশ করে। এমনকী পাকিস্তানের সংবাদমাধ্যমেও ইনজামামের হার্ট অ্যাটাকের খবর প্রকাশ পায়। শুভাকাঙ্ক্ষীরা ইনজির দ্রুত আরোগ্য কামনা করেন।
বিশ্বের বেশিরভাগ দেশের মিডিয়া ইনজির হার্ট অ্যাটাকের খবর প্রকাশ করে। এমনকী পাকিস্তানের সংবাদমাধ্যমেও ইনজামামের হার্ট অ্যাটাকের খবর প্রকাশ পায়। শুভাকাঙ্ক্ষীরা ইনজির দ্রুত আরোগ্য কামনা করেন।
advertisement
3/5
এদিকে, ইনজামাম বলছেন, কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে! আমার তো হার্ট অ্যাটাক হয়নি। যে খবর বেরিয়েছে সেটা সত্যি নয় একেবারেই।
এদিকে, ইনজামাম বলছেন, কে বলল আমার হার্ট অ্যাটাক হয়েছে! আমার তো হার্ট অ্যাটাক হয়নি। যে খবর বেরিয়েছে সেটা সত্যি নয় একেবারেই।
advertisement
4/5
হাসপাতাল থেকে বাড়ি ফিরে ইনজি নিজের ইউ টিউভ চ্যানেলে বলেছেন, আমার হার্ট অ্যাটাকের খবর সত্যি নয়। আমার পেটে ব্যথা ছিল। তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। রুটিন চেক আপ করাতে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে ইনজি নিজের ইউ টিউভ চ্যানেলে বলেছেন, আমার হার্ট অ্যাটাকের খবর সত্যি নয়। আমার পেটে ব্যথা ছিল। তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। রুটিন চেক আপ করাতে।
advertisement
5/5
তা হলে অ্যাঞ্জিওপ্লাস্টির খবরও কি সত্যি নয়! ইনজি বলেছেন, আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। কারণ রুটিন চেক-আপে ডাক্তাররা আমার হার্টে ব্লক দেখেন। তাই স্টেন্ট বসাতে হয়। তবে আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি ১২ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি।
তা হলে অ্যাঞ্জিওপ্লাস্টির খবরও কি সত্যি নয়! ইনজি বলেছেন, আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। কারণ রুটিন চেক-আপে ডাক্তাররা আমার হার্টে ব্লক দেখেন। তাই স্টেন্ট বসাতে হয়। তবে আমার হার্ট অ্যাটাক হয়নি। আমি ১২ ঘণ্টা হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি।
advertisement
advertisement
advertisement