Tokyo Paralympics; Bhavina Patel: এক বছর বয়সে পোলিওর শিকার, প্যারালিম্পিক্সে ইতিহাস লেখা ভাবিনার লড়াই ছিল কঠিন

Last Updated:
Bhavina Patel: নিজেকে কখনও প্রতিবন্ধী বলে মনে করেননি ভাবিনা। ভেবেছিলেন, একদিন বড় কিছু করে দেখাবেন।
1/5
মাত্র এক বছর বয়সে পোলিওর শিকার তিনি। তবে হার মানেনি কখনও। নিজেকে প্রতিবন্ধী বলেও কখনও মনে করেননি প্যারালিম্পিক্সে ইতিহাস লেখা ভাবিনা।
মাত্র এক বছর বয়সে পোলিওর শিকার তিনি। তবে হার মানেনি কখনও। নিজেকে প্রতিবন্ধী বলেও কখনও মনে করেননি প্যারালিম্পিক্সে ইতিহাস লেখা ভাবিনা।
advertisement
2/5
শনিবার টোকিও প্যারালিম্পিক্সে পদক জয় পাকা করেছেন তিনি। তার পরই ভাবিনার গর্জন, প্রমাণ করে দিলাম তো, কোনও কাজ অসম্ভব নয়।
শনিবার টোকিও প্যারালিম্পিক্সে পদক জয় পাকা করেছেন তিনি। তার পরই ভাবিনার গর্জন, প্রমাণ করে দিলাম তো, কোনও কাজ অসম্ভব নয়।
advertisement
3/5
অলিম্পিক্সের মঞ্চে চিনাদের হারানো কঠিন কাজ। আর সেই কঠিন কাজটাই করে দেখালেন ভাবিনা। ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড় বলছিলেন, ছোট থেকেই ভাবতাম, আমাকে বড় কিছু করে দেখাতে হবে। নিজেক প্রতিবন্ধী বলে কখনও মেনে নিইনি। আসলে খেলাধূলা যতটা শারীরিক, ততটাই মানসিক।
অলিম্পিক্সের মঞ্চে চিনাদের হারানো কঠিন কাজ। আর সেই কঠিন কাজটাই করে দেখালেন ভাবিনা। ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড় বলছিলেন, ছোট থেকেই ভাবতাম, আমাকে বড় কিছু করে দেখাতে হবে। নিজেক প্রতিবন্ধী বলে কখনও মেনে নিইনি। আসলে খেলাধূলা যতটা শারীরিক, ততটাই মানসিক।
advertisement
4/5
রোজ ভোর চারটের উঠে যোগব্যায়াম করেন ভাবিনা। তিনি বলেন, আবেগে নিয়ন্ত্রণ রাখতে যোগ আমাকে অনেক সাহায্য করেছে। অনেক সময় ছোটখাটো ভুল ম্যাচ হারিয়ে দিতে পারে। তাই যোগ্যাভাস প্রয়োজন।
রোজ ভোর চারটের উঠে যোগব্যায়াম করেন ভাবিনা। তিনি বলেন, আবেগে নিয়ন্ত্রণ রাখতে যোগ আমাকে অনেক সাহায্য করেছে। অনেক সময় ছোটখাটো ভুল ম্যাচ হারিয়ে দিতে পারে। তাই যোগ্যাভাস প্রয়োজন।
advertisement
5/5
প্যারালিম্পিক্সে পদক পাকা করে কোচ ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্যারালিম্পিক্সে পদক পাকা করে কোচ ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement