মায়ের কাছে ছিল না পালন করার টাকা, ডাক্তার করেছিলেন যৌন শোষণ, তারপরেও যা করলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ব, এই লড়াইয়ের কাহিনি চোখে জল আনবে, দেবে লড়াইয়ের অনুপ্রেরণা
জীবনে সংঘর্ষ করতেই হয় ৷ তবে সব সময় বেশ কিছু সংঘর্ষ শুনলেই গা শিউড়ে ওঠে ৷ অনেকক্ষেত্রেই তারা সেই সব জিনিস ঘটার পর আর লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে ৷ কিন্তু এই সময় যখন গোটা বিশ্ব অস্তিত্বের লড়াইতে ব্যস্ত মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে তখন এক জয়ের কাহিনি সকলকেই উজ্জীবিত করবে ৷ Photo- Representive
