১০ দিনে দ্বিতীয় অলিম্পিয়ানের মৃত্যু, ২০ বছরের অ্যাথলিট চলে গেলেন পৃথিবী ছেড়ে, মৃত্যু ঘিরে ঘোর রহস্য

Last Updated:
একের পর এক চোট লাগার কারণে এ বছরের ফেব্রুয়ারি মাসে খেলার থেকে অবসর নিয়ে নিয়েছিলেন এই তরুণী
1/5
অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি দুঃসংবাদ দিল ৷ বিশ্ব জুনিয়র পেয়ার্স ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন একেটেরিনা আলেকসান্দ্রোভস্কায়া মাত্র ২০ বছর বয়সে মারা গেলেন ৷ Photo- File
অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটি দুঃসংবাদ দিল ৷ বিশ্ব জুনিয়র পেয়ার্স ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন একেটেরিনা আলেকসান্দ্রোভস্কায়া মাত্র ২০ বছর বয়সে মারা গেলেন ৷ Photo- File
advertisement
2/5
জন্মসূত্রে রাশিয়ার এই অ্যাথলিট ২০১৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন ৷ পেয়ার স্কেটিংয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতেন নিজেদর পার্টনার হার্লে বিন্ডরসের সঙ্গে ৷ ২০১৮ সালে তিনি অলিম্পিক্সেও অংশ নেন ৷  Photo- File
জন্মসূত্রে রাশিয়ার এই অ্যাথলিট ২০১৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেন ৷ পেয়ার স্কেটিংয়ে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতেন নিজেদর পার্টনার হার্লে বিন্ডরসের সঙ্গে ৷ ২০১৮ সালে তিনি অলিম্পিক্সেও অংশ নেন ৷ Photo- File
advertisement
3/5
এদিকে একের পর এক চোট লাগার কারণে এ বছরের ফেব্রুয়ারি মাসে খেলার থেকে অবসর নিয়ে নিয়েছিলেন এই তরুণী স্কেটার ৷  Photo- File
এদিকে একের পর এক চোট লাগার কারণে এ বছরের ফেব্রুয়ারি মাসে খেলার থেকে অবসর নিয়ে নিয়েছিলেন এই তরুণী স্কেটার ৷ Photo- File
advertisement
4/5
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একেটরিনা মস্কোতে একটি জানলা গলে পড়ে গিয়েছিলেন তাতেই মৃত্যু হয় তাঁর ৷  Photo- File
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একেটরিনা মস্কোতে একটি জানলা গলে পড়ে গিয়েছিলেন তাতেই মৃত্যু হয় তাঁর ৷ Photo- File
advertisement
5/5
গত দশ দিনে শীতকালীন অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটদের এটি দ্বিতীয় মৃত্যু ৷ এর আগে দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবারের অলিম্পিয়ান অ্যালেক্ল পুলিন ৮ জুলাই জলে ডুবে মারা যান  Photo- File
গত দশ দিনে শীতকালীন অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটদের এটি দ্বিতীয় মৃত্যু ৷ এর আগে দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তিনবারের অলিম্পিয়ান অ্যালেক্ল পুলিন ৮ জুলাই জলে ডুবে মারা যান Photo- File
advertisement
advertisement
advertisement