Nishad Kumar Wins Silver In Paralympics: ফের ভারতের ঘরে পদক, প্য়ারালিম্পিক্সে রুপো জয় হাই জাম্পার নিশাদ কুমারের

Last Updated:
Nishad Kumar Wins Silver: সকালে ভাবিনা, তার পর ভারতের নিশাদ কুমার। ভারতের খেলাধূলার ক্ষেত্রে আজ বড়দিন।
1/5
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ফের পদক এল ভারতের ঘরে। ভাবিনা প্যাটেলের পর এবার নিশাদ কুমার রুপো জিতলেন।
টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ফের পদক এল ভারতের ঘরে। ভাবিনা প্যাটেলের পর এবার নিশাদ কুমার রুপো জিতলেন।
advertisement
2/5
একই দিনে জোড়া রুপো ভারতের ঝুলিতে। এদিন হাই জাম্পার নিশাদ কুমার (Nishad Kumar) দুরন্ত পারফরম্যান্স করেছেন।
একই দিনে জোড়া রুপো ভারতের ঝুলিতে। এদিন হাই জাম্পার নিশাদ কুমার (Nishad Kumar) দুরন্ত পারফরম্যান্স করেছেন।
advertisement
3/5
advertisement
4/5
হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০ মিটার লাফিয়েছেন নিশাদ। যা কি না এশিয়ান রেকর্ড।
হাই জাম্পের টি-৪৭ ফাইনালে ২.০ মিটার লাফিয়েছেন নিশাদ। যা কি না এশিয়ান রেকর্ড।
advertisement
5/5
সকালে ভাবিনা, তার পর নিশাদ। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আজ বড়দিন। নিশাদের জন্য এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, টোকিও থেকে আবার সুখবর এসেছে। পুরুষদের টি-৪৭ হাই জাম্প ইভেন্টে রুপো জিতেছেন নিশাদ কুমার । অসামান্য দক্ষতা ও হার না মানা মানসিকতার জন্যই তাঁর এই সাফল্য। নিশাদকে অনেক শুভেচ্ছা।
সকালে ভাবিনা, তার পর নিশাদ। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আজ বড়দিন। নিশাদের জন্য এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, টোকিও থেকে আবার সুখবর এসেছে। পুরুষদের টি-৪৭ হাই জাম্প ইভেন্টে রুপো জিতেছেন নিশাদ কুমার । অসামান্য দক্ষতা ও হার না মানা মানসিকতার জন্যই তাঁর এই সাফল্য। নিশাদকে অনেক শুভেচ্ছা।
advertisement
advertisement
advertisement