Milkha Singh: করোনা আক্রান্ত 'ফ্লাইং শিখ', ৯১ বছরের কিংবদন্তির জন্য চিন্তিত খেলার দুনিয়া

Last Updated:
মিলখা সিংয়ের বয়স নব্বইয়ের কোটায়।
1/5
৯১ বছর বয়সী কিংবদন্তি মিলখা সিং এবার করোনায় আক্রান্ত হলেন। ফ্লাই শিখ অবশ্য জানিয়েছেন, তিনি ভাল আছেন। জ্বর, কাশি কিছুই নেই। চণ্ডীগড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
৯১ বছর বয়সী কিংবদন্তি মিলখা সিং এবার করোনায় আক্রান্ত হলেন। ফ্লাই শিখ অবশ্য জানিয়েছেন, তিনি ভাল আছেন। জ্বর, কাশি কিছুই নেই। চণ্ডীগড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
advertisement
2/5
মিলখা সিং জানিয়েছেন, কয়েকজন হেল্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাই পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। একমাত্র তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
মিলখা সিং জানিয়েছেন, কয়েকজন হেল্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাই পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। একমাত্র তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
advertisement
3/5
সবার প্রথমে মিলখা সিংয়ের বাড়ির রাঁধুনি আক্রান্ত হন। মিলখা সিং নব্বইয়েক কোটায়। তাই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত খেলার দুনিয়া।
সবার প্রথমে মিলখা সিংয়ের বাড়ির রাঁধুনি আক্রান্ত হন। মিলখা সিং নব্বইয়েক কোটায়। তাই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত খেলার দুনিয়া।
advertisement
4/5
এশিয়ান গেমসে পাঁচবারের সোনার পদক জয়ী মিলখা সিং। ১৯৬০ রোম অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে চতুর্থ হয়েছিলেন তিনি।
এশিয়ান গেমসে পাঁচবারের সোনার পদক জয়ী মিলখা সিং। ১৯৬০ রোম অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে চতুর্থ হয়েছিলেন তিনি।
advertisement
5/5
মিলখা সিংয়ের ছেলে জিভ মিলখা সিং এখন দুবাইতে রয়েছেন। মাসখানেক আগেই মিলখা সিং ও তাঁর ছেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
মিলখা সিংয়ের ছেলে জিভ মিলখা সিং এখন দুবাইতে রয়েছেন। মাসখানেক আগেই মিলখা সিং ও তাঁর ছেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement