৯১ বছর বয়সী কিংবদন্তি মিলখা সিং এবার করোনায় আক্রান্ত হলেন। ফ্লাই শিখ অবশ্য জানিয়েছেন, তিনি ভাল আছেন। জ্বর, কাশি কিছুই নেই। চণ্ডীগড়ে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
advertisement
2/5
মিলখা সিং জানিয়েছেন, কয়েকজন হেল্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তাই পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়েছিল। একমাত্র তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
advertisement
3/5
সবার প্রথমে মিলখা সিংয়ের বাড়ির রাঁধুনি আক্রান্ত হন। মিলখা সিং নব্বইয়েক কোটায়। তাই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত খেলার দুনিয়া।
advertisement
4/5
এশিয়ান গেমসে পাঁচবারের সোনার পদক জয়ী মিলখা সিং। ১৯৬০ রোম অলিম্পিকে ৪০০ মিটার ইভেন্টে চতুর্থ হয়েছিলেন তিনি।
advertisement
5/5
মিলখা সিংয়ের ছেলে জিভ মিলখা সিং এখন দুবাইতে রয়েছেন। মাসখানেক আগেই মিলখা সিং ও তাঁর ছেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ২ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।