Lea Lexis: পাঁচবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন এখন পর্নস্টার! বাধ্য হয়ে? নাকি...

Last Updated:
মাত্র ১৪ বছর বয়সেই পাঁচটি জাতীয় খেতাব জিতেছিলেন তিনি। খেলাধূলাতেই তাঁর ভবিষ্যত্ উজ্জ্বল হতে পারত!
1/5
খেলোয়াড়দের কেরিয়ার হয়তো সব থেকে বেশি অনিশ্চিত। একটা চোট শেষ করে দিতে পারে সব স্বপ্ন। আর সেটা লিয়া লেক্সিসের থেকে ভাল কে জানবে!
খেলোয়াড়দের কেরিয়ার হয়তো সব থেকে বেশি অনিশ্চিত। একটা চোট শেষ করে দিতে পারে সব স্বপ্ন। আর সেটা লিয়া লেক্সিসের থেকে ভাল কে জানবে!
advertisement
2/5
অনেক সময় খেলে অনেক অর্থ উপার্জন করেন অ্যাথলিটরা। কিন্তু কিছু অ্যাথলিট টাকার অভাবেই খেলা ছেড়ে দেন। রোমানিয়ার লিয়া লেক্সিস নামী পর্ন স্টার। কজন জানেন, তিনি একটা সময় অসাধারণ জিমন্যাস্ট ছিলেন!
অনেক সময় খেলে অনেক অর্থ উপার্জন করেন অ্যাথলিটরা। কিন্তু কিছু অ্যাথলিট টাকার অভাবেই খেলা ছেড়ে দেন। রোমানিয়ার লিয়া লেক্সিস নামী পর্ন স্টার। কজন জানেন, তিনি একটা সময় অসাধারণ জিমন্যাস্ট ছিলেন!
advertisement
3/5
রোমানিয়ার অন্যতম সেরা জিমনাস্ট হিসাবে গণ্য হতেন তিনি। কিন্তু অনেক কম বয়সে চোট পেয়ে তাঁর সব স্বপ্ন চুরমার হয়ে যায়। এর পরই তিনি পর্ন স্টার হিসাবে কাজ করতে বাধ্য হন।
রোমানিয়ার অন্যতম সেরা জিমনাস্ট হিসাবে গণ্য হতেন তিনি। কিন্তু অনেক কম বয়সে চোট পেয়ে তাঁর সব স্বপ্ন চুরমার হয়ে যায়। এর পরই তিনি পর্ন স্টার হিসাবে কাজ করতে বাধ্য হন।
advertisement
4/5
পাঁচবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন তিনি। এখন অবশ্য জিমন্যাস্টিক্স থেকে অনেক দূরে তিনি। মাত্র ১৪ বছর বয়সেই পাঁচটি জাতীয় খেতাব জিতেছিলেন তিনি। খেলাধূলাতেই তাঁর ভবিষ্যত্ উজ্জ্বল হতে পারত!
পাঁচবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন তিনি। এখন অবশ্য জিমন্যাস্টিক্স থেকে অনেক দূরে তিনি। মাত্র ১৪ বছর বয়সেই পাঁচটি জাতীয় খেতাব জিতেছিলেন তিনি। খেলাধূলাতেই তাঁর ভবিষ্যত্ উজ্জ্বল হতে পারত!
advertisement
5/5
মাংসপেশিতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তবে চোট সারিয়ে আর ফেরেননি। তবে এই তালিকায় তিনি একা নন, এফ ওয়ান রেসার রেনে গ্রেসি, ডব্লিডব্লিউই তারকা চায়নাও খেলা ছেড়ে পর্নস্টার হিসাবে জনপ্রিয় হয়েছেন।
মাংসপেশিতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তবে চোট সারিয়ে আর ফেরেননি। তবে এই তালিকায় তিনি একা নন, এফ ওয়ান রেসার রেনে গ্রেসি, ডব্লিডব্লিউই তারকা চায়নাও খেলা ছেড়ে পর্নস্টার হিসাবে জনপ্রিয় হয়েছেন।
advertisement
advertisement
advertisement