US Open 2019: সেরেনাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা বিয়াঙ্কাই বিশ্ব টেনিসের নতুন সেনসেশন

Last Updated:
1/6
ইউএস ওপেনের ফাইনালে বিশাল বড় চমক দিয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু ৷ সেরেনাকে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন কানাডার ১৯ বছরের তরুণী ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
ইউএস ওপেনের ফাইনালে বিশাল বড় চমক দিয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু ৷ সেরেনাকে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন কানাডার ১৯ বছরের তরুণী ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
2/6
ফাইনালে না হারলে আরও একটা রেকর্ডের অধিকারি হতে পারতেন সেরেনা ৷ ২৪টা গ্র্যান্ডস্ল্যাম জিতে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের রেকর্ডকে স্পর্শ করার সুযোগ ছিল সেরেনার ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হল না ৷ ফাইনালে স্বপ্নভঙ্গ হল ফেভারিট সেরেনার ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
ফাইনালে না হারলে আরও একটা রেকর্ডের অধিকারি হতে পারতেন সেরেনা ৷ ২৪টা গ্র্যান্ডস্ল্যাম জিতে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের রেকর্ডকে স্পর্শ করার সুযোগ ছিল সেরেনার ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হল না ৷ ফাইনালে স্বপ্নভঙ্গ হল ফেভারিট সেরেনার ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
3/6
 চলতি বছরেই একের পর এক টুর্নামেন্ট জিতেছেন বিয়াঙ্কা ৷ ইন্ডিয়ান ওয়েলস ওপেন এবং কানাডিয়ান ওপেন খেতাব জিতেছেন । তবে সবথেকে বড় চমক অপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র ওপেন পর্যন্ত। নিউইয়র্কে ইতিহাস লিখলেন বিয়াঙ্কা । Photo Courtesy: Bianca Andreescu/Instagram
চলতি বছরেই একের পর এক টুর্নামেন্ট জিতেছেন বিয়াঙ্কা ৷ ইন্ডিয়ান ওয়েলস ওপেন এবং কানাডিয়ান ওপেন খেতাব জিতেছেন । তবে সবথেকে বড় চমক অপেক্ষা করেছিল যুক্তরাষ্ট্র ওপেন পর্যন্ত। নিউইয়র্কে ইতিহাস লিখলেন বিয়াঙ্কা । Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
4/6
আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেরেনাকে ধরাশায়ী করে নতুন ইতিহাসের জন্ম দেন আন্দ্রেস্কু ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেরেনাকে ধরাশায়ী করে নতুন ইতিহাসের জন্ম দেন আন্দ্রেস্কু ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
5/6
২০০৬ সালে মারিয়া শারাপোভার পর কনিষ্ঠতম মহিলা হিসাবে ১৯ বছর বয়সি আন্দ্রেস্কু নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালেই জিতলেন। ছুঁয়ে ফেললেন মনিকা সেলেসকে। Photo Courtesy: Bianca Andreescu/Instagram
২০০৬ সালে মারিয়া শারাপোভার পর কনিষ্ঠতম মহিলা হিসাবে ১৯ বছর বয়সি আন্দ্রেস্কু নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালেই জিতলেন। ছুঁয়ে ফেললেন মনিকা সেলেসকে। Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
6/6
বিয়াঙ্কার খেলার মধ্যে কিম ক্লিস্টার্সের খেলার ঘরানা খুঁজে পান বিশেষজ্ঞরা। বিয়াঙ্কার ছবিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
বিয়াঙ্কার খেলার মধ্যে কিম ক্লিস্টার্সের খেলার ঘরানা খুঁজে পান বিশেষজ্ঞরা। বিয়াঙ্কার ছবিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ Photo Courtesy: Bianca Andreescu/Instagram
advertisement
advertisement
advertisement