Archery World Cup: স্বামী-স্ত্রীর অসাধারণ সাফল্য, তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় দীপিকা-অতনুর

Last Updated:
টোকিও অলিম্পিকের টিকিট পাকা করে ফেললেন দীপিকা।
1/5
অভিষেক বর্মার পর এবার দীপিকা কুমারী। প্যারিসে অনুষ্ঠিত স্টেজ ৩ তীরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ফের ভারতের ঝুলিতে সোনার পদক।
অভিষেক বর্মার পর এবার দীপিকা কুমারী। প্যারিসে অনুষ্ঠিত স্টেজ ৩ তীরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) ফের ভারতের ঝুলিতে সোনার পদক।
advertisement
2/5
কমপাউন্ড ইভেন্টে সোনা জিতেছিলেন। আর এবার মহিলাদের একক রিকার্ভ ইভেন্টে সোনা জিতলেন দীপিকা।  ফাইনালে রাশিয়ার এলিনা ওসিপোভাকে স্ট্রেট সেটে হারিয়েছেন দীপিকা।
কমপাউন্ড ইভেন্টে সোনা জিতেছিলেন। আর এবার মহিলাদের একক রিকার্ভ ইভেন্টে সোনা জিতলেন দীপিকা। ফাইনালে রাশিয়ার এলিনা ওসিপোভাকে স্ট্রেট সেটে হারিয়েছেন দীপিকা।
advertisement
3/5
তিরন্দাজির বিশ্বকাপে সোনা জয় যেন অভ্যেসে পরিণত হয়েছে দীপিকার। এই নিয়ে চতুর্থবার তিনি সোনা জিতলেন এই টুর্নামেন্টে। রিকার্ভ ইভেন্টে কমলিকা বারি এবং অঙ্কিতা ভকতের দল সোনা জিতেছে মেক্সিকোকে হারিয়ে। এর পর দীপিকা স্বামী অতনু দাসের সঙ্গে মিক্সড কার্ভ টিম ইভেন্টেও সোনা জিতেছেন।
তিরন্দাজির বিশ্বকাপে সোনা জয় যেন অভ্যেসে পরিণত হয়েছে দীপিকার। এই নিয়ে চতুর্থবার তিনি সোনা জিতলেন এই টুর্নামেন্টে। রিকার্ভ ইভেন্টে কমলিকা বারি এবং অঙ্কিতা ভকতের দল সোনা জিতেছে মেক্সিকোকে হারিয়ে। এর পর দীপিকা স্বামী অতনু দাসের সঙ্গে মিক্সড কার্ভ টিম ইভেন্টেও সোনা জিতেছেন।
advertisement
4/5
এই মুহূর্তে বিশ্ব তিরন্দাজিতে ৯ নম্বরে রয়েছেন ২৭ বছর বয়সী দীপিকা। মিক্সড কার্ভ টিম ইভেন্টে তিনি স্বামী অতনুর সঙ্গে নেদারল্যান্ডসকে ৫-৩ ব্যবধানে হারিয়েছেন।
এই মুহূর্তে বিশ্ব তিরন্দাজিতে ৯ নম্বরে রয়েছেন ২৭ বছর বয়সী দীপিকা। মিক্সড কার্ভ টিম ইভেন্টে তিনি স্বামী অতনুর সঙ্গে নেদারল্যান্ডসকে ৫-৩ ব্যবধানে হারিয়েছেন।
advertisement
5/5
এদিন এমন অসাধারণ পারফরম্যান্সের পর টোকিও অলিম্পিকের টিকিট কনফার্ম করলেন দীপিকা।
এদিন এমন অসাধারণ পারফরম্যান্সের পর টোকিও অলিম্পিকের টিকিট কনফার্ম করলেন দীপিকা।
advertisement
advertisement
advertisement