Mirabai Chanu Appointed Addl SP: অফিস তৈরি, আর ক'দিন পরই অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ারে অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাঈ চানু

Last Updated:
অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেবেন মীরাবাঈ চানু। তাঁর অফিস তৈরি।
1/5
আর কিছুদিনের মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ারে বসবেন টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু।
আর কিছুদিনের মধ্যেই অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ারে বসবেন টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু।
advertisement
2/5
টোকিও থেকে ফেরার আগেই মীরাবাঈ চানুর অফিস তৈরির কাজ শুরু করে দিয়েছিল মণিপুর সরকার। সেই কাজ শেষ। নেমপ্লেট বসে গিয়েছে মীরাবাঈয়ের নামে।
টোকিও থেকে ফেরার আগেই মীরাবাঈ চানুর অফিস তৈরির কাজ শুরু করে দিয়েছিল মণিপুর সরকার। সেই কাজ শেষ। নেমপ্লেট বসে গিয়েছে মীরাবাঈয়ের নামে।
advertisement
3/5
মীরাবাঈ চানু টোকিওতে থাকাকালীনই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। রুপোজয়ের পুরস্কার হিসাবে এক কোটি টাকা ও অতিরিক্ত পুলিশ সুপারের চাকরির কথা তিনি বলেছিলেন।
মীরাবাঈ চানু টোকিওতে থাকাকালীনই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। রুপোজয়ের পুরস্কার হিসাবে এক কোটি টাকা ও অতিরিক্ত পুলিশ সুপারের চাকরির কথা তিনি বলেছিলেন।
advertisement
4/5
মণিপুরের গ্রাম নংপক কাকচিয়ে জন্ম চানুর। এতদিন তিনি টিকিট পরীক্ষক হিসাবে কাজ করতেন। তবে এবার তিনি অফিসার পদে নিযুক্ত হবেন। আর কিছুদিন পরেই কাজে যোগ দেবেন মীরাবাই।
মণিপুরের গ্রাম নংপক কাকচিয়ে জন্ম চানুর। এতদিন তিনি টিকিট পরীক্ষক হিসাবে কাজ করতেন। তবে এবার তিনি অফিসার পদে নিযুক্ত হবেন। আর কিছুদিন পরেই কাজে যোগ দেবেন মীরাবাই।
advertisement
5/5
এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে মীরাবাঈকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রাম নেবেন মণিপুরের ভারোত্তোলক। ইতিমধ্যে মণিপুরের সরকার একটি অত্যাধুনিক ওয়েট লিফ্টিং অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নিয়েছে।
এখনও বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে মীরাবাঈকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রাম নেবেন মণিপুরের ভারোত্তোলক। ইতিমধ্যে মণিপুরের সরকার একটি অত্যাধুনিক ওয়েট লিফ্টিং অ্যাকাডেমি তৈরির উদ্যোগ নিয়েছে।
advertisement
advertisement
advertisement