স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন ৬ বছর। সেই লুই সুয়ারেজ প্রয়াত। বয়স হয়েছিল ৮৯ বছর। একমাত্র স্প্যানিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি অর জিতেছিলেন তিনি। একাধিক লা লিগা খেতাব জিতেছিলেন লুই সুয়ারেজ। বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবের জার্সি গায়ে খেলেছেন তিনি। ১৯৬০ সালে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন লুই সুয়ারেজ। তাঁর পুরো নাম ছিল লুইস সুয়ারেজ মিরামোন্টেস। ফুটবল জগৎ তাঁকে বলত- ‘দ্য আর্কিটেক্ট’। স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।