ICC World Cup 2023: এত বড় পা! কোন 'ভারতীয়' ক্রিকেটার ১৫ নম্বর জুতো পরে বিশ্বকাপে খেলছেন? উত্তর অজানা ৯৯ শতাংশের

Last Updated:
ODI World Cup 2023 Which Indian cricketer plays for Netherlands wearing 15 number Shoe in ICC World Cup 2023: বলুন তো বিশ্বকাপে কোন ক্রিকেটার ১৫ নম্বর জুতো পরেন। হ্যাঁ ঠিকই পড়ছেন। ১৫ নম্বর, এতটাই বড় পা সেই ক্রিকেটারের। সব থেকে বেশি অবাক হবেন জানলে সেই ক্রিকেটার একজন ভারতীয়। অফ স্পিন বল করেন। দলের হয়ে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকা
1/7
জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। গ্রুপ পর্বের প্রায় অর্ধেক খেলা হয়ে গিয়েছে। ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি। বিশ্বকাপে খেলার পাশাপাশি ক্রিকেটারদের অন্যান্য বিষয় নিয়েও জানার কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তেমনই একটি বিষয় তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। গ্রুপ পর্বের প্রায় অর্ধেক খেলা হয়ে গিয়েছে। ক্রিকেট জ্বরে কাবু আট থেকে আশি। বিশ্বকাপে খেলার পাশাপাশি ক্রিকেটারদের অন্যান্য বিষয় নিয়েও জানার কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। তেমনই একটি বিষয় তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
advertisement
2/7
বলুন তো বিশ্বকাপে কোন ক্রিকেটার ১৫ নম্বর জুতো পরেন। হ্যাঁ ঠিকই পড়ছেন। ১৫ নম্বর, এতটাই বড় পা সেই ক্রিকেটারের। সব থেকে বেশি অবাক হবেন জানলে সেই ক্রিকেটার একজন ভারতীয়। অফ স্পিন বল করেন। দলের হয়ে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছেন।
বলুন তো বিশ্বকাপে কোন ক্রিকেটার ১৫ নম্বর জুতো পরেন। হ্যাঁ ঠিকই পড়ছেন। ১৫ নম্বর, এতটাই বড় পা সেই ক্রিকেটারের। সব থেকে বেশি অবাক হবেন জানলে সেই ক্রিকেটার একজন ভারতীয়। অফ স্পিন বল করেন। দলের হয়ে এবারও গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছেন।
advertisement
3/7
কথা হচ্ছে নেদারল্যান্ডসের অফ স্পিনার আরিয়ান দত্ত। নেদারল্যান্ডসের হয়ে খেললেও তিনি আদতে চণ্ডীগড়ের বাসিন্দা। নেদারল্যান্ডসের ক্রিকেট মরশুম চলাকালীন সেখানে ক্লাব ক্রিকেট খেলতেন। বাকি সময় চণ্ডীগড়েই অনুশীলন সারতেন তিনি। পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার অমিত উনিয়াল কোচ আরিয়ান দত্তের। পরে সুযোগ পান ডাচদের জাতীয় দলে।
কথা হচ্ছে নেদারল্যান্ডসের অফ স্পিনার আরিয়ান দত্ত। নেদারল্যান্ডসের হয়ে খেললেও তিনি আদতে চণ্ডীগড়ের বাসিন্দা। নেদারল্যান্ডসের ক্রিকেট মরশুম চলাকালীন সেখানে ক্লাব ক্রিকেট খেলতেন। বাকি সময় চণ্ডীগড়েই অনুশীলন সারতেন তিনি। পঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার অমিত উনিয়াল কোচ আরিয়ান দত্তের। পরে সুযোগ পান ডাচদের জাতীয় দলে।
advertisement
4/7
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি মাত্র জয় পেয়েছে নেদারল্যান্ডস। তবে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনের ভক্ত এই অফ স্পিনার। ভারতের বিরুদ্ধে খেলার দিন অশ্বিনের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন আরিয়ান দত্ত।
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি মাত্র জয় পেয়েছে নেদারল্যান্ডস। তবে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনের ভক্ত এই অফ স্পিনার। ভারতের বিরুদ্ধে খেলার দিন অশ্বিনের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন আরিয়ান দত্ত।
advertisement
5/7
আরিয়ান দত্তই ১৫ নম্বর জুতো পড়ে ক্রিকেট খেলেন। এক সময় পেসার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আরিায়ান। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার পায়ের আকার অত্যাধিক আকারে বৃদ্ধি পায়। পা এতটা বড় হয়ে যাওয়ার ফলে ‘শিন বোন’-এ যন্ত্রণা শুরু হয়।
আরিয়ান দত্তই ১৫ নম্বর জুতো পড়ে ক্রিকেট খেলেন। এক সময় পেসার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আরিায়ান। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার পায়ের আকার অত্যাধিক আকারে বৃদ্ধি পায়। পা এতটা বড় হয়ে যাওয়ার ফলে ‘শিন বোন’-এ যন্ত্রণা শুরু হয়।
advertisement
6/7
পায়ের যন্ত্রণার কারণে পেস বোলিং করতে সমস্যা পড়েন আরিয়ান। পেস বোলিং করার সময় পায়ে বেশি চাপ পড়ে। ফলে আরও বেশি ব্যথা অনুভব হত। তাই কোচ অমিত উনিয়ালের পরামর্শেই স্পিন বল করা শুরু করেন আরিয়ান দত্ত। তাতেও আসে সাফল্য।
পায়ের যন্ত্রণার কারণে পেস বোলিং করতে সমস্যা পড়েন আরিয়ান। পেস বোলিং করার সময় পায়ে বেশি চাপ পড়ে। ফলে আরও বেশি ব্যথা অনুভব হত। তাই কোচ অমিত উনিয়ালের পরামর্শেই স্পিন বল করা শুরু করেন আরিয়ান দত্ত। তাতেও আসে সাফল্য।
advertisement
7/7
বর্তমানে তাঁর জুতোর নম্বর ১৫। তবে পা বড় হলেও তার পারফরম্যান্সে এখন আর কোনও সমস্যা হয় না। নেদারল্যান্ডসের হয়ে ক্রিকেট খেললেও দেশের প্রতি ভালবাসা এতটুকু কমেনি। তবে ডাচদের হয়ে নিজের সেরাটা দেওয়াই  লক্ষ্য আরিয়ান দত্তের।
বর্তমানে তাঁর জুতোর নম্বর ১৫। তবে পা বড় হলেও তার পারফরম্যান্সে এখন আর কোনও সমস্যা হয় না। নেদারল্যান্ডসের হয়ে ক্রিকেট খেললেও দেশের প্রতি ভালবাসা এতটুকু কমেনি। তবে ডাচদের হয়ে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য আরিয়ান দত্তের।
advertisement
advertisement
advertisement