ODI World Cup 2023 Viral: বিশ্বকাপের প্রথম ভাইরাল, খোঁজ মিলল শ্রেয়স আইয়ারের 'ডুপ্লিকেট'-এক আম্পায়ারের, দেখুন ছবি

Last Updated:
ODI World Cup 2023 Indian Cricketer Shreyas Iyer Look Alike Umpire Akshay Totre Picture super Viral: বিশ্বকাপের আবহে আরও এক ভারতীয় ক্রিকেটারের মত অবিকল দেখতে অপর এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। সেই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।
1/6
কোনও খ্যাতনামা ব্যক্তির মত অবিকল দেখতে অপর কোনও ব্যক্তি হলে তাকে লুক অ্যালাইক বলা হয়। এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারদের লুক অ্যালাইকদের দেখা গিয়েছে।
কোনও খ্যাতনামা ব্যক্তির মত অবিকল দেখতে অপর কোনও ব্যক্তি হলে তাকে লুক অ্যালাইক বলা হয়। এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারদের লুক অ্যালাইকদের দেখা গিয়েছে।
advertisement
2/6
এবার বিশ্বকাপের আবহে আরও এক ভারতীয় ক্রিকেটারের মত অবিকল দেখতে অপর এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। সেই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।
এবার বিশ্বকাপের আবহে আরও এক ভারতীয় ক্রিকেটারের মত অবিকল দেখতে অপর এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল। সেই ক্রিকেটার হলেন টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।
advertisement
3/6
আর সবথেকে উল্লেকযোগ্য বিষয় হল শ্রেয়সের লুক অ্যালাইক মিলল ক্রিকেট মাঠেই। যার সঙ্গে শ্রেয়স আইয়ারের মুখের মিল রয়েছে তিনি হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে।
আর সবথেকে উল্লেকযোগ্য বিষয় হল শ্রেয়সের লুক অ্যালাইক মিলল ক্রিকেট মাঠেই। যার সঙ্গে শ্রেয়স আইয়ারের মুখের মিল রয়েছে তিনি হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে।
advertisement
4/6
আম্পায়ার অক্ষয় টোট্রে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচে আম্পায়ারিং করেছেন। তখনই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
আম্পায়ার অক্ষয় টোট্রে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচে আম্পায়ারিং করেছেন। তখনই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
advertisement
5/6
শ্রেয়স আইয়ারের সঙ্গে মুখের অবিকল মিল থাকায় বিশ্বকাপের মঞ্চে সবার প্রথম ভাইরাল হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে। যাকে নিয়ে তুমুল আলোচনা নেট দুনিয়ায়।
শ্রেয়স আইয়ারের সঙ্গে মুখের অবিকল মিল থাকায় বিশ্বকাপের মঞ্চে সবার প্রথম ভাইরাল হলেন আম্পায়ার অক্ষয় টোট্রে। যাকে নিয়ে তুমুল আলোচনা নেট দুনিয়ায়।
advertisement
6/6
ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হয়েছে। অনেকেই তাঁকে মডার ছলে শ্রেয়স আইয়ারের ভাইও বলছেন। এক কথায় বিশ্বকাপে এখন লাইমলাইটে আম্পায়ার অক্ষয় টোট্রে।
ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় মিম বানানো হয়েছে। অনেকেই তাঁকে মডার ছলে শ্রেয়স আইয়ারের ভাইও বলছেন। এক কথায় বিশ্বকাপে এখন লাইমলাইটে আম্পায়ার অক্ষয় টোট্রে।
advertisement
advertisement
advertisement