Shreyas Iyer- Shubman Gill: 'শ্রেয়সকে নিয়ে কোনও আলোচনাই হয়নি', গিলের জন্য বিপাকে শ্রেয়সের কেরিয়ার! রোহিতের দিনও শেষ?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer- Shubman Gill: রোহিত শর্মার পর একদিনের ক্রিকেটে অধিনায়ক কে হবেন, শ্রেয়স আয়ার না কি শুভমন গিল। এই বিতর্কে অবশেষে মুখ খুলল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)।
advertisement
advertisement
আরও জানা গিয়েছে, বিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তারাও আইয়ারের ভবিষ্যতে অধিনায়ক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।"গিলের ODI ক্রিকেটে গড় ৫৯ এবং ইতিমধ্যেই দলের সহ-অধিনায়ক। টেস্টে অধিনায়ক হয়েও সফল হয়েছেন গিল। তাই পরে গিলের থেকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কোনও যুক্তিই নেই," আরেক BCCI কর্মকর্তা উদ্ধৃত করেছেন।
advertisement
অস্ট্রেলিয়া সফরের দিকে নজররোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনও একদিনের ক্রিকেট খেলেন, অক্টোবর মাসে আসন্ন অস্ট্রেলিয়া সফরে আবার দুই কিংবদন্তি ক্রিকেটে মাঠে ফিরবেন বলে মনে করা হচ্ছে। তবে, মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিরাট-রোহিতের শারীরিক এবং মানসিক সক্ষমতার উপর নির্ভর করবেন, তাঁরা কত দিন ক্রিকেটে থাকবেন।
advertisement
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, ২০২৭ এর অক্টোবর-নভেম্বরে পরবর্তী একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। অর্থাৎ এখনও দুবছর রোহিত তাঁর ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তাই আগামী একদিনের ক্রিকেট বিশ্বকাপে গিলের অধিনায়ত্বের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।