Hardik Pandya Stiches On Forehead: ম্যাচের আগে হার্দিকের ওপর হামলা, কে করছিল আঘাত, হুড়হুড় করে ঝরছিল রক্তের স্রোত, দেওয়া হয় ৭ টি স্টিচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Stiches On Forehead: কপালে ঝরল রক্ত কিন্তু তাও দায়িত্বে খামতি নেই, সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন হার্দিক৷
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া যখন টস করতে এসেছিলেন, তখন তার চোখে ব্যান্ডেজ ছিল এবং তিনি চশমাও পরেছিলেন। তারপর জানা গেল যে ম্যাচের আগে তার চোখের উপরে আঘাত ছিল এবং তার ৭টি সেলাই পড়েছিল, তবুও তিনি বিশ্রাম নেননি বরং গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন। হার্দিক পান্ডিয়া এক ঝড়ো ইনিংস খেলেন, তিনি ২৩ বলে ১টি ছক্কা এবং ৬টি চারের সাহায্যে ৪৮ রান করেন।
advertisement
advertisement
advertisement