Mohammed Shami and Hasin Jahan: ‘‘মেয়ে আর আমি কেউই ক্রিকেট খেলা দেখি না’’ শামির পারফম্যান্সের পর হাসিনের নয়া বোমা

Last Updated:
Mohammed Shami and Hasin Jahan: বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
1/6
কাঁপিয়ে পারফর্ম করছেন মহম্মদ শামি সারা দেশ থেকে সারা পৃথিবীর ক্রিকেট ভক্ত এখন তাঁর গুণে বুঁদ হয়ে রয়েছেন৷ কিন্তু তাঁর থেকে বিছিন্না স্ত্রী হাসিন জাহান একেবারে আগুনের গোলা হয়ে রয়েছেন৷ তাঁকে প্রশ্ন করা মানেই উত্তর যেন খাপ খোলা তলোয়ার৷
কাঁপিয়ে পারফর্ম করছেন মহম্মদ শামি সারা দেশ থেকে সারা পৃথিবীর ক্রিকেট ভক্ত এখন তাঁর গুণে বুঁদ হয়ে রয়েছেন৷ কিন্তু তাঁর থেকে বিছিন্না স্ত্রী হাসিন জাহান একেবারে আগুনের গোলা হয়ে রয়েছেন৷ তাঁকে প্রশ্ন করা মানেই উত্তর যেন খাপ খোলা তলোয়ার৷
advertisement
2/6
কীভাবে জীবন যাপন করেন আপনি? আর আপনার প্রতিটা পোস্টই কী মহম্মদ শামিকে খোঁচা দেওয়া?‘‘আপনি নিজের জীবন ফুল ফর্মে আনন্দ করে বাঁচি, বিন্দাস কাজ করি তাতে কেউ যদি কাউকে টার্গেট করছি ভাবে তাতে আমার কী আমার নিজের বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে ইমপর্ট্যান্ট৷’’
কীভাবে জীবন যাপন করেন আপনি? আর আপনার প্রতিটা পোস্টই কী মহম্মদ শামিকে খোঁচা দেওয়া?‘‘আপনি নিজের জীবন ফুল ফর্মে আনন্দ করে বাঁচি, বিন্দাস কাজ করি তাতে কেউ যদি কাউকে টার্গেট করছি ভাবে তাতে আমার কী আমার নিজের বেঁচে থাকাটা আমার কাছে সবচেয়ে ইমপর্ট্যান্ট৷’’
advertisement
3/6
শামির মেয়ে কী টিভিতে বাবার খেলা দেখে?‘‘আমার জীবনে বারবার জোর করে মহম্মদ শামিকে ঢুকিয়ে দেওয়া হয়৷  আমাদের বাড়িতে টিভি খুব কম চলে, বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
শামির মেয়ে কী টিভিতে বাবার খেলা দেখে?‘‘আমার জীবনে বারবার জোর করে মহম্মদ শামিকে ঢুকিয়ে দেওয়া হয়৷  আমাদের বাড়িতে টিভি খুব কম চলে, বেবো জেদ করলে ওকে কার্টুন দেখতে দিতে হয়৷ কার্টুনেই ওর আগ্রহ৷ আমার ও আমার বাচ্চার কারোরই ক্রিকেটে কোনও শখ নেই৷’’
advertisement
4/6
আপনার মেয়ের ক্রিকেট খেলা কী ভাল লাগে?‘‘যখন টিভি চলেই না তখন ও দেখে না৷ ওর কোনও শখও নেই ক্রিকেট খেলা দেখার৷ ও ক্রিকেট খেলা শিখবে না বলে জানিয়েছে, ওর ক্রিকেট খেলা ভাল লাগে না৷’’
আপনার মেয়ের ক্রিকেট খেলা কী ভাল লাগে?‘‘যখন টিভি চলেই না তখন ও দেখে না৷ ওর কোনও শখও নেই ক্রিকেট খেলা দেখার৷ ও ক্রিকেট খেলা শিখবে না বলে জানিয়েছে, ওর ক্রিকেট খেলা ভাল লাগে না৷’’
advertisement
5/6
ও কী ওর বাবা অর্থাৎ মহম্মদ শামির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না?‘‘নিজের বাবার বিষয়ে এখন তো কিছুই জিজ্ঞাসা করে না৷ শুরুর দিকে ও অস্বস্তিতে থাকত৷’’
ও কী ওর বাবা অর্থাৎ মহম্মদ শামির বিষয়ে কিছু জিজ্ঞাসা করে না?‘‘নিজের বাবার বিষয়ে এখন তো কিছুই জিজ্ঞাসা করে না৷ শুরুর দিকে ও অস্বস্তিতে থাকত৷’’
advertisement
6/6
মহম্মদ শামিকে নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান?‘‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাই আমাদের দল প্রতিটা খেলাতেই যেন সেরা খেলে, আমি চাইব ভারতীয় দল যেন জেতে৷’’
মহম্মদ শামিকে নিয়ে কিছু না বললেও ভারতীয় দলের বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছু বলতে চান?‘‘ভারতীয় নাগরিক হিসেবে আমরা চাই আমাদের দল প্রতিটা খেলাতেই যেন সেরা খেলে, আমি চাইব ভারতীয় দল যেন জেতে৷’’
advertisement
advertisement
advertisement