'কে সচিন?', এমন কথা বলা সেই সুন্দরী টেনিস তারকাকে মনে আছে? এখন তিনি ৩৬

Last Updated:
Maria Sharapova: সচিন তেন্ডুলকরকে তিনি নাকি চেনেন না। সেই টেনিস সুন্দরীকে তার পর অনেক কথা হজম করতে হয়েছিল।
1/6
সচিন তেন্ডুলকরকে তিনি চিনতেন না। বলেছিলেন, কে সচিন? তাই নিয়ে বিস্তর কথা শুনতে হয়েছিল টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে।
সচিন তেন্ডুলকরকে তিনি চিনতেন না। বলেছিলেন, কে সচিন? তাই নিয়ে বিস্তর কথা শুনতে হয়েছিল টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাকে।
advertisement
2/6
সেই মারিয়া শারাপোভা এখন ৩৬। বিয়ে হয়ে গিয়েছে। শারাপোভা মা-ও হয়েছেন।
সেই মারিয়া শারাপোভা এখন ৩৬। বিয়ে হয়ে গিয়েছে। শারাপোভা মা-ও হয়েছেন।
advertisement
3/6
সম্প্রতি মিয়ামিতে একটি বিজনেস সামিটে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই কিছু ছবি শেয়ার করেছেন শারাপোভা।
সম্প্রতি মিয়ামিতে একটি বিজনেস সামিটে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকেই কিছু ছবি শেয়ার করেছেন শারাপোভা।
advertisement
4/6
এখনও যেন তিনি আগের মতোই সুন্দরী। শারাপোভা জানিয়েছিলেন, তিনি ত্বকের বিশেষ যত্ন নেন। মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতির মাধ্যমে। কারণ তাঁকে অনেকটা সময় রোদে থাকতে হয়।
এখনও যেন তিনি আগের মতোই সুন্দরী। শারাপোভা জানিয়েছিলেন, তিনি ত্বকের বিশেষ যত্ন নেন। মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতির মাধ্যমে। কারণ তাঁকে অনেকটা সময় রোদে থাকতে হয়।
advertisement
5/6
শারাপোভা যখন আন্তর্জাতিক সার্কিটে খেলতেন তখন দিনে ৫-৬ ঘণ্টা ট্রেনিং করতেন।
শারাপোভা যখন আন্তর্জাতিক সার্কিটে খেলতেন তখন দিনে ৫-৬ ঘণ্টা ট্রেনিং করতেন।
advertisement
6/6
খেলা ছাড়ার পর এখনও নিয়মিত কার্ডিও এক্সারসাইজ করেন মারিয়া শারাপোভা।
খেলা ছাড়ার পর এখনও নিয়মিত কার্ডিও এক্সারসাইজ করেন মারিয়া শারাপোভা।
advertisement
advertisement
advertisement