Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

Last Updated:
Manu Bhaker: প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
1/6
প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
advertisement
2/6
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
advertisement
3/6
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
advertisement
4/6
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
advertisement
5/6
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
advertisement
6/6
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।
advertisement
advertisement
advertisement