প্রেম মাখোমাখে, বিয়েও ঠিক! হঠাৎ সব 'অন্ধকার'! জাদেজা-মাধুরীর প্রেম আজও 'রহস্য'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ajay Jadeja-Madhuri Dixit- প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ।
কিছুদিন আগেই তাঁকে নাওয়ানগরের জামসাহেব (মহারাজ) ঘোষণা করা হয়েছে। গুজরাতের কচ্ছের রণের দক্ষিণে একসময় নাওয়ানগরের অবস্থান ছিল। বর্তমানে সেই এলাকার নাম জামনগর। আচমকাই খবরের শিরোনামে অজয় জাদেজা। একটা সময় ভারতের ভরসাযোগ্য ব্যাটার ছিলেন তিনি। এই হ্যান্ডসাম ক্রিকেটারের মহিলা ভক্তও কিন্তু কম ছিল না। সেই জাদেজা আচমকা উত্তরাধিকার সূত্রে ১৪৫০ কোটি টাকার মালিক!
advertisement
advertisement
প্রেম এগোচ্ছিল ঠিকঠাক। প্রায় বিয়ে পাকা হয়েছিল দুজনের। ১৯৯৯ সাল নাগাদ জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিং-এ। তার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। আজ আমরা বলব জাদেজা ও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেম নিয়ে। তবে অনেকে জানেন না, একটা সময় মাধুরীর সঙ্গে জাদেজার বিয়ে প্রায় পাকা হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement