Lionel Messi Birthday: গোল করার পর মেসির ট্রেডমার্ক সেলিব্রেশন, কাকে গোল উৎসর্গ করেন বিশ্বজয়ী

Last Updated:
Lionel Messi Birthday: ২৪ জুন নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। বিশ্বজয়ের পর প্রথম জন্মদিনে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা। বিশেষ দিনে জেনে নিন গোল করার পর কাকে উৎসর্গ করেন মেসি।
1/6
গোল করার পর দীর্ঘ ২ দশক ধরে লিওনেল মেসির একাধিক সেলিব্রশনের ভঙ্গি দেখেছে ফুটবল বিশ্ব। যা সকলের মন জয় করে নিয়েছে।
গোল করার পর দীর্ঘ ২ দশক ধরে লিওনেল মেসির একাধিক সেলিব্রশনের ভঙ্গি দেখেছে ফুটবল বিশ্ব। যা সকলের মন জয় করে নিয়েছে।
advertisement
2/6
তবে মেসির গোল সেলিব্রেশনের মধ্যে সবথেকে জনপ্রিয় হল আকাশের দিকে দু হাতের দুটি আঙুল উঁচু নিজের করা গোলটি উৎসর্গ করা।
তবে মেসির গোল সেলিব্রেশনের মধ্যে সবথেকে জনপ্রিয় হল আকাশের দিকে দু হাতের দুটি আঙুল উঁচু নিজের করা গোলটি উৎসর্গ করা।
advertisement
3/6
তবে এই গোল করার পর আকাশের দিকে দু হাতের দুটি আঙুল তুলে কাকে গোল উৎসর্গ করেন মেসি? সেই তথ্য অনেকের কাছেই অজানা।
তবে এই গোল করার পর আকাশের দিকে দু হাতের দুটি আঙুল তুলে কাকে গোল উৎসর্গ করেন মেসি? সেই তথ্য অনেকের কাছেই অজানা।
advertisement
4/6
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে মেসি নিজেই এই বিশষ সেলিব্রেশনের রহস্য ভেদ করেছিলেন। জানিয়েছিলেন নিজের প্রয়াত দিদিকে গোল উৎসর্গ করেন।
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে মেসি নিজেই এই বিশষ সেলিব্রেশনের রহস্য ভেদ করেছিলেন। জানিয়েছিলেন নিজের প্রয়াত দিদিকে গোল উৎসর্গ করেন।
advertisement
5/6
মেসি জানিয়েছিলেন, "সে আমাকে ফুটবল খেলতে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে এখন দেখতে পাচ্ছে না আমি কতদূর এসেছি। তবুও, সে আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করে চলেছে।"
মেসি জানিয়েছিলেন, "সে আমাকে ফুটবল খেলতে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে এখন দেখতে পাচ্ছে না আমি কতদূর এসেছি। তবুও, সে আমাকে এবং আমার পরিবারকে আশীর্বাদ করে চলেছে।"
advertisement
6/6
মেসির যখন ১১ বছর বয়স তখন তাঁর দিদা প্রয়াত হন। তাই নিজের গোল করে দু-হাত উঁচিয়ে আকাশের দিকে গোল উৎসর্গ করেন মেসি।
মেসির যখন ১১ বছর বয়স তখন তাঁর দিদা প্রয়াত হন। তাই নিজের গোল করে দু-হাত উঁচিয়ে আকাশের দিকে গোল উৎসর্গ করেন মেসি।
advertisement
advertisement
advertisement