KKR News: জলে যাবে কেকেআরের প্রায় ২৫ কোটি টাকা? আইপিএল শুরুর আগে কী জানালেন মিচেল স্টার্ক

Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ধ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
1/6
আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ধ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। (Photo Courtesy- KKR X)
আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ধ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। (Photo Courtesy- KKR X)
advertisement
2/6
গত রবিবার রাতে কলকাতায় পৌছানোর পর কেকেআরের তরফ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। কেকেআরের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়। পরের দিন থেকেই যোগ দেন অনুশীলনে। (Photo Courtesy- KKR X)
গত রবিবার রাতে কলকাতায় পৌছানোর পর কেকেআরের তরফ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। কেকেআরের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়। পরের দিন থেকেই যোগ দেন অনুশীলনে। (Photo Courtesy- KKR X)
advertisement
3/6
কিন্তু অনুশীলনের শুরুটা খুব একটা ভাল হয়নি মিচেল স্টার্কের। কেকেআরেরর নিজেদের মধ্যে ইন্টার স্কোয়াড ম্যাচে রিঙ্কু সিংয়ের হাতে বেদম প্রহার খেয়েছেন অজি স্পিড স্টার। রীতিমত স্টার্ককে নিয়ে ছেলেখেলা করেন রিঙ্কু। (Photo Courtesy- KKR X)
কিন্তু অনুশীলনের শুরুটা খুব একটা ভাল হয়নি মিচেল স্টার্কের। কেকেআরেরর নিজেদের মধ্যে ইন্টার স্কোয়াড ম্যাচে রিঙ্কু সিংয়ের হাতে বেদম প্রহার খেয়েছেন অজি স্পিড স্টার। রীতিমত স্টার্ককে নিয়ে ছেলেখেলা করেন রিঙ্কু। (Photo Courtesy- KKR X)
advertisement
4/6
এমনিতেই কেন এত টাকা একজন প্লেয়ারের পিছনে খরচ করেছে কেকেআর, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার অনুশীলনে খুব একটা নজর কাড়তে ব্যর্থ হওয়ায় ফ্যানেদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী প্রায় ২৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কেনা পুরো জলে গেল? (Photo Courtesy- KKR X)
এমনিতেই কেন এত টাকা একজন প্লেয়ারের পিছনে খরচ করেছে কেকেআর, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার অনুশীলনে খুব একটা নজর কাড়তে ব্যর্থ হওয়ায় ফ্যানেদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী প্রায় ২৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কেনা পুরো জলে গেল? (Photo Courtesy- KKR X)
advertisement
5/6
যদিও স্টার্ক কিন্তু বলছে অন্য কথা। এক সাক্ষাৎকারে অজি পেসার জানিয়েছেন,কেকেআরের হয়ে ভাল কিছু করার জন্য তিনি আত্মবিশ্বাসী। এমনকী নিজের রেকর্ড দাম নিয়ে বলতে গিয়েও কার্যত হুঙ্কারের সুরে বলেছেন, দক্ষতার কারণেই এত টাকা পেয়েছেন তিনি। (Photo Courtesy- KKR X)
যদিও স্টার্ক কিন্তু বলছে অন্য কথা। এক সাক্ষাৎকারে অজি পেসার জানিয়েছেন,কেকেআরের হয়ে ভাল কিছু করার জন্য তিনি আত্মবিশ্বাসী। এমনকী নিজের রেকর্ড দাম নিয়ে বলতে গিয়েও কার্যত হুঙ্কারের সুরে বলেছেন, দক্ষতার কারণেই এত টাকা পেয়েছেন তিনি। (Photo Courtesy- KKR X)
advertisement
6/6
প্রসঙ্গত, ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। আরসিবির হয়ে ২টি মরশুম খেলে ৩৪ উইকেট নিয়েছিলেন অসি পেসার। এর আগে ২০১৮ সালেও স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার কেকেআরের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে অজি পেসার। (Photo Courtesy- KKR X)
প্রসঙ্গত, ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। আরসিবির হয়ে ২টি মরশুম খেলে ৩৪ উইকেট নিয়েছিলেন অসি পেসার। এর আগে ২০১৮ সালেও স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার কেকেআরের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে অজি পেসার। (Photo Courtesy- KKR X)
advertisement
advertisement
advertisement