উর্বশীর দু'জন প্রাক্তন প্রেমিক ভারতীয় দলে! একজন ঋষভ পন্থ, আরেকজন কে? জেনে নিন

Last Updated:
Urvashi Rautela and Hardik Pandya: ভারতীয় দলে তা হলে উর্বশীর দু'জন প্রেমিক!
1/11
তিনি সব সময়ই চর্চায়। ক্রিকেট মাঠে অনেক সময় তিনিই যেন ফোকাস হয়ে ওঠেন! উর্বশী রউতেলাকে নিশ্চয়ই চেনেন!
তিনি সব সময়ই চর্চায়। ক্রিকেট মাঠে অনেক সময় তিনিই যেন ফোকাস হয়ে ওঠেন! উর্বশী রউতেলাকে নিশ্চয়ই চেনেন!
advertisement
2/11
বলিউডে প্রথম সারির অভিনেত্রী না হলেও তাঁকে কম-বেশি অনেকেই চেনেন।
বলিউডে প্রথম সারির অভিনেত্রী না হলেও তাঁকে কম-বেশি অনেকেই চেনেন।
advertisement
3/11
উর্বশীর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। সে গল্প অনেকেরই জানা।
উর্বশীর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। সে গল্প অনেকেরই জানা।
advertisement
4/11
উর্বশী দাবি করেছিলেন, হোটেলের বাইরে তাঁর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন পন্থ। তবে ঋষভ সে দাবি উড়িয়ে দেন।
উর্বশী দাবি করেছিলেন, হোটেলের বাইরে তাঁর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন পন্থ। তবে ঋষভ সে দাবি উড়িয়ে দেন।
advertisement
5/11
পন্থের জীবনে নতুন প্রেম আসে। তবে জল্পনা ছড়ায়, ঋষভকে সহজে ভুলতে পারছেন না উর্বশী।
পন্থের জীবনে নতুন প্রেম আসে। তবে জল্পনা ছড়ায়, ঋষভকে সহজে ভুলতে পারছেন না উর্বশী।
advertisement
6/11
এর পর পাক পেসার নাসিম শাহের সঙ্গে নাম জড়ায় উর্বশীর। তাঁর ইনস্টা স্টোরিতে নাসিমের ছবি ছিল। তা থেকেই খবর ছড়ায়।
এর পর পাক পেসার নাসিম শাহের সঙ্গে নাম জড়ায় উর্বশীর। তাঁর ইনস্টা স্টোরিতে নাসিমের ছবি ছিল। তা থেকেই খবর ছড়ায়।
advertisement
7/11
নাসির অবশ্য একবারও উর্বশীর নাম নেননি। তবে তিনি যে বলিউড নায়িকার রূপের মোহে রয়েছেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
নাসির অবশ্য একবারও উর্বশীর নাম নেননি। তবে তিনি যে বলিউড নায়িকার রূপের মোহে রয়েছেন সেটা হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।
advertisement
8/11
তবে অনেকেই জানেন না, উর্বশীর সঙ্গে আরও একজন ভারতীয় ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন ছিল।
তবে অনেকেই জানেন না, উর্বশীর সঙ্গে আরও একজন ভারতীয় ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন ছিল।
advertisement
9/11
বছর পাঁচেক আগে ব্যবসায়ী গৌতম সিঙ্ঘানিয়ার পার্টিতে উর্বশীর সঙ্গে আলাপ হয় হার্দিক পান্ডিয়ার।
বছর পাঁচেক আগে ব্যবসায়ী গৌতম সিঙ্ঘানিয়ার পার্টিতে উর্বশীর সঙ্গে আলাপ হয় হার্দিক পান্ডিয়ার।
advertisement
10/11
সেদিনের সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। এর পর তাঁরা পরস্পরকে সময় দেন বলেও জানা যায়।
সেদিনের সেই আলাপ বন্ধুত্বে পরিণত হয়। এর পর তাঁরা পরস্পরকে সময় দেন বলেও জানা যায়।
advertisement
11/11
উর্বশী ও পান্ডিয়া ডেট করছেন বলেও খবর রটে যায়। তবে তাঁদের সেই সম্পর্ক বা সম্পর্কের গুঞ্জন বেশিদিন টেকেনি।
উর্বশী ও পান্ডিয়া ডেট করছেন বলেও খবর রটে যায়। তবে তাঁদের সেই সম্পর্ক বা সম্পর্কের গুঞ্জন বেশিদিন টেকেনি।
advertisement
advertisement
advertisement