KL Rahul: ‘‘আসলে সত্যিই আমি ওঁর বিষয়ে ভাবি না’’- বিয়ের বছরও ঘোরেনি রাহুলের মুখের কথায় তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KL Rahul: স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে কেএল রাহুল এই সত্যি জানিয়েছেন৷
: ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল এই মুহূর্তে চরম ফর্মে রয়েছেন। তবে বিয়ের অবস্থা ঠিক কী রকম, রাহুল যা বলেছেন তারপর তো সেটা টলমল হয়ে যাওয়া উচিত৷ ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন কেএল রাহুল। গত বছর ইনজুরি ও রিহ্যাবের কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি রাহুল। ডানহাতি ব্যাটার জানিয়েছেন কীভাবে তাঁর অভিনেত্রী স্ত্রী আথিয়া শেঠি তাঁর মনোবল বাড়িয়েছিলেন এবং কঠিন সময়ে তাঁকে সমর্থন করেছিলেন। আইপিএল ২০২৩-র সময় থেকে রাহুলের উরুর চোট ভোগাতে শুরু করেছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
‘আঘাতের সময় আমি নেগেটিভ ফিল করতাম’রাহুল বলেন, '‘এটা আমাদের দু'জনের জন্যই কঠিন ছিল। তবে এটি আমাদের একসঙ্গে সময় কাটাতেও দিয়েছে। আমি ফিল করেছি যে আমাকে আবার একই সিস্টেমে ফিরে যেতে হবে। চোটের সময়, আমি নেগেটিভ ফিল করছিলাম, তবুও আমি সুখী ছিলাম এবং জীবনের ছোট ছোট জিনিসগুলি উপভোগ করছিলাম এবং আমার স্ত্রী এবং পরিবারের সঙ্গে বাড়িতে থাকাটা উপভোগ করেছি।’’
advertisement
advertisement
কেএল রাহুলের সহজ স্বীকারোক্তি, ‘'ও আমাকে মেরে ফেলবে কিন্তু আমি যখন ক্রিকেট মাঠে পা রাখি তখন আমি সত্যিই ওঁর কথা ভাবি না। তখন আমার মনোযোগ শুধু ক্রিকেটেই। আমি এটাকে আনরোমান্টিক ভাবে বলতে চাই না। ও আমার জন্য ওঁর জীবন দিয়ে দিচ্ছে এবং আমাকে খুব ভালবাসে।’’ রাহুল টিম ইন্ডিয়ার ওডিআই এবং টেস্ট দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে আসছেন তিনি।