KL Rahul: সৌজন্য বিনিময়ের সময় সঞ্জীব গোয়েঙ্কাকে পাত্তাই দিলেন না রাহুল ! মুহূর্তেই ভাইরাল হল সেই ছবি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
KL Rahul Ignores Sanjiv Goenka : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচের আগে সমস্ত প্রচারের আলো গিয়ে পড়েছিল কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার উপর। এর আগে বারবার বেশ কিছু কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তাঁরা।
advertisement
এবারের আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন রাহুল। অর্ধ-শতরান করে দলকে একটা ভাল পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন তিনি। যার ফলে লখনউ সুপার জায়ান্টসকে ধরাশায়ী করে জয় হাসিল করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। সেটাও আবার লখনউয়ের একানা স্টেডিয়ামে। আর ম্যাচের পর সকলেই যখন সৌজন্য বিনিময় করে হাত মেলাচ্ছিলেন, তখন রাহুল এবং লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার এক মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (Photo: AP)
advertisement
আসলে ভিডিও-য় দেখা গিয়েছে যে, ম্যাচ শেষ হওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মেলানোর সময় এক মুহূর্তও নষ্ট করেননি রাহুল। বরং কোনও রকমে হাত মিলিয়ে তাড়াহুড়ো করেই সেখান থেকে বেরিয়ে যান রাহুল। দুজনের মধ্যে সম্পর্কের বরফ যে গলেনি, সেটা ভাইরাল ভিডিও-য় স্পষ্ট হয়ে গিয়েছে। আসলে এর আগে লখনউয়ের এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন রাহুল। (Photo: AP)
advertisement
আর লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকাকালীন দলের হারের কারণে সঞ্জীব গোয়েঙ্কা এবং রাহুলের মাঝে বারবার অপ্রীতিকর মুহূর্ত তৈরি হয়েছিল। সেই সময় প্রাক্তন অধিনায়ক কে এল রাহুলকে ধমক দেওয়ার অভিযোগ উঠেছিল দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে। সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। যা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। (Photo: AP)
advertisement
এদিকে আগের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গিয়েছে রাহুল। অর্ধ-শতরান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। লখনউ সুপার জায়ান্টস থেকে সরে আসার পর আইপিএল-এর চলতি মরশুমে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যাত্রা শুরু করেছেন তিনি। আর নতুন দলে টপ ফর্মেই দেখা যাচ্ছে তাঁকে। (Photo: AP)
advertisement
রাহুল যে সময় মরশুমের অর্ধ-শতরান হাঁকাচ্ছেন, তখন স্ট্যান্ডেই ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এভাবেই হয়তো আগের মরশুমে সঞ্জীব গোয়েঙ্কার তিরস্কারের জবাব দিলেন এই ক্রিকেট তারকা। এখানেই শেষ নয়, আরও একটি নতুন রেকর্ডও তৈরি করেছেন রাহুল। আসলে আইপিএল-এ তিনিই হলেন দ্রুততম ব্যাটার, যিনি ৫০০০ রান হাঁকিয়েছেন। এমনকী, এক্ষেত্রে ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটারদেরও ছাপিয়ে গিয়েছেন তিনি। (Photo: AP)