Shreyas Iyer: কেকেআর অধিনায়ককে নিয়ে নিন্দের ঝড়, কোটি কোটির মালিক কিন্তু মায়ের জন্য ছোট্ট ফ্ল্যাট কিনে দিলেন, ভাবতেও পারবেন না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer New Flat: ৫২৫ স্কোয়ার ফুটের ফ্ল্যাট, কী করে থাকবেন মা, কিন্তু ছেলে ওইটুকু ফ্ল্যাটই কিনে দিল মাকে...
: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক এবং মুম্বই ব্যাটার শ্রেয়স আইয়ার তাঁর মায়ের জন্য মুম্বইয়ের ওরলি এলাকায় ৫২৫ স্কোয়ারফুটের একটি ফ্ল্যাট কিনেছেন৷ তাঁর মায়ের নাম রোহিণী৷ মায়ের জন্য এত্ত ছোট্ট ফ্ল্যাট কিনলেও তাঁর জন্য কয়েক কোটি খসাতে হয়েছে৷ তাঁর কেনা এই ছোট্ট ফ্ল্যাটটির দাম ২.৯ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
মায়ের জন্য যিনি মাত্র ৫২৫ স্কোয়ার ফুটের এই ছোট্ট ফ্ল্যাট কিনেছেন তাঁর কিন্তু নিজের জন্য কেনা সম্পত্তির তালিকা রীতিমতো সুবিস্তৃত৷ মুম্বইতে আইয়ারের মালিকানাধীন এটিই একমাত্র সম্পত্তি নয়। সংবাদমাধ্যমের খবর অনুসারে ২০২০ সালে, আইয়ার ম্যাক্রোটেক ডেভেলপারদের কাছ থেকে লোধা ওয়ার্ল্ড টাওয়ারে ২,৩৮০ স্কোয়ার একটি ফ্ল্যাট প্রায় ১১.৮৫ কোটি টাকায় কিনেছিলেন।
advertisement
advertisement
শ্রেয়স আইয়ারের মোট সম্পদ কত?মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইয়ারের বর্তমানে প্রায় ৫৮ কোটি টাকা সম্পদ রয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ সালের চ্যাম্পিয়ন কেকেআর কয়েক মরশুম আগে তাকে ১২.২৫ কোটি টাকায় নিলামে কিনেছিল। এই বছরের হিসাবে, আইপিএল থেকে আইয়ারের মোট কিউমুলেটিভ আয় প্রায় ৭২.৫৫ কোটি টাকা৷
advertisement