Jayden Seales: ক্রিকেট দুনিয়ায় আগমন বিশ্বের সবথেকে বিপজ্জনক ফাস্ট বোলারের ! ভয়ের আর এক নাম জেডেন সিলস, তাহলে কি ফিরতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের সেই পুরনো সোনার দিনগুলি?

Last Updated:
Jayden Seales: মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, কার্টলি অ্যাম্বরোজ এবং কোর্টনি ওয়ালশ-এর মতো বিপজ্জনক পেসাররা বছরের পর বছর ধরে ব্যাটসম্যানদের মনে রীতিমতো ত্রাস সৃষ্টি করে গিয়েছিলেন।
1/6
একটা সময় ছিল, যখন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংয়ের নামে কাঁপত গোটা ক্রিকেট দুনিয়া। মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, কার্টলি অ্যাম্বরোজ এবং কোর্টনি ওয়ালশ-এর মতো বিপজ্জনক পেসাররা বছরের পর বছর ধরে ব্যাটসম্যানদের মনে রীতিমতো ত্রাস সৃষ্টি করে গিয়েছিলেন। এবার সেই ধারা বজায় রেখে উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছেন জেডেন সিলস (Jayden Seales)। 
একটা সময় ছিল, যখন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংয়ের নামে কাঁপত গোটা ক্রিকেট দুনিয়া। মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার, কার্টলি অ্যাম্বরোজ এবং কোর্টনি ওয়ালশ-এর মতো বিপজ্জনক পেসাররা বছরের পর বছর ধরে ব্যাটসম্যানদের মনে রীতিমতো ত্রাস সৃষ্টি করে গিয়েছিলেন। এবার সেই ধারা বজায় রেখে উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছেন জেডেন সিলস (Jayden Seales)।
advertisement
2/6
এক নতুন স্পিডস্টারের সন্ধান পেল দুনিয়া: মাত্র চব্বিশ বছর বয়সে তরুণ এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার নিজেকে টেস্ট ক্রিকেটের পরবর্তী ‘খলিফা’ হিসেবে প্রমাণ করতে চলেছেন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে যেভাবে ঝড় তুলেছেন জেডেন সিলস, তাতে মনে করা হচ্ছে যে, এক নতুন স্পিডস্টারের সন্ধান পেল গোটা বিশ্ব। মাত্র ১৯টি টেস্ট ম্যাচে ৮১টি উইকেট নেওয়া কোনও ছোটখাটো বিষয় নয়। (Photo: AP)
এক নতুন স্পিডস্টারের সন্ধান পেল দুনিয়া: মাত্র চব্বিশ বছর বয়সে তরুণ এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার নিজেকে টেস্ট ক্রিকেটের পরবর্তী ‘খলিফা’ হিসেবে প্রমাণ করতে চলেছেন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে যেভাবে ঝড় তুলেছেন জেডেন সিলস, তাতে মনে করা হচ্ছে যে, এক নতুন স্পিডস্টারের সন্ধান পেল গোটা বিশ্ব। মাত্র ১৯টি টেস্ট ম্যাচে ৮১টি উইকেট নেওয়া কোনও ছোটখাটো বিষয় নয়। (Photo: AP)
advertisement
3/6
দ্রুত সূচনা এবং দ্রুত বৃদ্ধি: ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ডেবিউ করেছিলেন জেডেন সিলস। একেবারে প্রথম সিরিজে বোলিংয়ের ক্ষেত্রে তাঁর নির্ভুলতা, স্যুইং এবং আগ্রাসী নীতি যেন সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। একেবারে তারুণ্যে তরতাজা তিনি। আর এতটা কম বয়সে বল স্যুইং করার দুর্ধর্ষ কৌশল তো রপ্ত করেছেন। সেই সঙ্গে ব্যাটসম্যানদের দুর্বল জায়গাটি বোঝার ক্ষেত্রেও তিনি যথেষ্ট শক্তিশালী। আর তাঁর এই দুই গুণই তাঁকে যেন আরও বিশেষ করে তুলেছে। 
দ্রুত সূচনা এবং দ্রুত বৃদ্ধি: ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ডেবিউ করেছিলেন জেডেন সিলস। একেবারে প্রথম সিরিজে বোলিংয়ের ক্ষেত্রে তাঁর নির্ভুলতা, স্যুইং এবং আগ্রাসী নীতি যেন সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। একেবারে তারুণ্যে তরতাজা তিনি। আর এতটা কম বয়সে বল স্যুইং করার দুর্ধর্ষ কৌশল তো রপ্ত করেছেন। সেই সঙ্গে ব্যাটসম্যানদের দুর্বল জায়গাটি বোঝার ক্ষেত্রেও তিনি যথেষ্ট শক্তিশালী। আর তাঁর এই দুই গুণই তাঁকে যেন আরও বিশেষ করে তুলেছে।
advertisement
4/6
ঝোড়ো গতি তাঁর সবথেকে বড় শক্তি: জেডেন সিলস-এর গতি অনায়াসে পৌঁছে যেতে পারে ঘণ্টা প্রতি ১৪০ কিলোমিটারেরও বেশির পর্যায়ে। তাঁর সবথেকে বড় শক্তি হল - লেথাল ইনস্যুইঙ্গার। আর ভাল লেঙ্গথে ক্রমাগত চাপ সৃষ্টি করাটাও তাঁর অন্যতম প্রধান শক্তি। নতুন বলের ক্ষেত্রে তিনি যতটা বিপজ্জনক, পুরনো বলের ক্ষেত্রেও তাঁকে সমান ভাবে কার্যকর পর্যায়ে দেখা যায়।
ঝোড়ো গতি তাঁর সবথেকে বড় শক্তি: জেডেন সিলস-এর গতি অনায়াসে পৌঁছে যেতে পারে ঘণ্টা প্রতি ১৪০ কিলোমিটারেরও বেশির পর্যায়ে। তাঁর সবথেকে বড় শক্তি হল - লেথাল ইনস্যুইঙ্গার। আর ভাল লেঙ্গথে ক্রমাগত চাপ সৃষ্টি করাটাও তাঁর অন্যতম প্রধান শক্তি। নতুন বলের ক্ষেত্রে তিনি যতটা বিপজ্জনক, পুরনো বলের ক্ষেত্রেও তাঁকে সমান ভাবে কার্যকর পর্যায়ে দেখা যায়।
advertisement
5/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্স: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে অস্ট্রেলীয় দল। প্রথম টেস্টটি খেলা হয়েছে ব্রিজটাউনে। চলমান সিরিজে জেডেন সিলস দুর্ধর্ষ ভাবে পারফর্ম করেছেন। সেই সঙ্গে নিজের দক্ষতাও প্রদর্শন করেছেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন ৫টি উইকেট। আর এই তালিকায় রয়েছেন জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্র এবং জশ হেজেলউডের মতো দুর্ধর্ষ ক্রিকেটাররাও। নিজের ফাস্ট এবং টাইট লাইন-লেংথের জেরে মাত্র ১৮০ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলীয় দলের খেলা। আবার দ্বিতীয় ইনিংসে তিনি ক্লিন বোল্ড করেছিলেন ইংলিসকে। 
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্স: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে অস্ট্রেলীয় দল। প্রথম টেস্টটি খেলা হয়েছে ব্রিজটাউনে। চলমান সিরিজে জেডেন সিলস দুর্ধর্ষ ভাবে পারফর্ম করেছেন। সেই সঙ্গে নিজের দক্ষতাও প্রদর্শন করেছেন। প্রথম ইনিংসে তিনি নিয়েছেন ৫টি উইকেট। আর এই তালিকায় রয়েছেন জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্র এবং জশ হেজেলউডের মতো দুর্ধর্ষ ক্রিকেটাররাও। নিজের ফাস্ট এবং টাইট লাইন-লেংথের জেরে মাত্র ১৮০ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলীয় দলের খেলা। আবার দ্বিতীয় ইনিংসে তিনি ক্লিন বোল্ড করেছিলেন ইংলিসকে। 
advertisement
6/6
ফিরতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের পুরনো সোনার দিনগুলি: ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানের এই কাহিনিতে মুখ্য ভূমিকা পালন করছেন জেডেন সিলস। যদি তিনি সঠিক গাইডেন্স ও ক্রমাগত সুযোগ পান এবং নিজের ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে আসন্ন সময়ে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হয়ে উঠবেন তিনি। আবার অন্যদিকে শেমার জোসেফও রয়েছেন পাশে। ফলে এখন বেশ বিপজ্জনক হয়ে উঠতে চলেছে ক্যারিবিয়ান দল। দীর্ঘ সময় পরে ওয়েস্ট ইন্ডিজের হাতে এমন এক পেস ব্যাটারি এসেছে, যা পুরনো স্মৃতিকে চাঙ্গা করে দিয়েছে। 
ফিরতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের পুরনো সোনার দিনগুলি: ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানের এই কাহিনিতে মুখ্য ভূমিকা পালন করছেন জেডেন সিলস। যদি তিনি সঠিক গাইডেন্স ও ক্রমাগত সুযোগ পান এবং নিজের ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে আসন্ন সময়ে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হয়ে উঠবেন তিনি। আবার অন্যদিকে শেমার জোসেফও রয়েছেন পাশে। ফলে এখন বেশ বিপজ্জনক হয়ে উঠতে চলেছে ক্যারিবিয়ান দল। দীর্ঘ সময় পরে ওয়েস্ট ইন্ডিজের হাতে এমন এক পেস ব্যাটারি এসেছে, যা পুরনো স্মৃতিকে চাঙ্গা করে দিয়েছে।
advertisement
advertisement
advertisement