Jasprit Bumrah : বুমরাহর অবসর! সময় এসে গেল! কারণটা শুনলে মাথায় হাত দেবেন, আবার বোর্ডের টার্গেট 'তারকা'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah retirement- ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট এবং ফিটনেস সমস্যার কারণে এই সিরিজে বুমরাহ খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। তবে এবার জানা যাচ্ছে, বিসিসিআই এমন একটা নিয়ম আনতে পারে, যার ফলে বুমরাহর মতো তারকা অবসর নিতে বাধ্য হতে পারেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বোর্ড এবার এমন একটা নিয়ম চালু করতে চলেছে যে কোনও ক্রিকেটার ইচ্ছেমতো ম্যাচ আর বেছে নিতে পারবেন না। কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকমণ্ডলী এবং ম্য়ানেজমেন্টের বাকিরা এই ব্যাপারে সহমত হয়েছেন। সূত্রের খবর, ক্রিকেটারদের বারবার সতর্ক করা হলেও তাঁরা ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের দোহাই দিয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ খেলছেন না। এই ব্যাপারটা বোর্ড আর এই বরদাস্ত করবে না বলে খবর।
advertisement
যদি সত্যিই এই নিয়ম চালু হয় তা হলে বুমরাহকে টার্গেট করতে পারে বোর্ড। পরবর্তী সিরিজেও যদি বুমরাহ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট-এর দোহাই দিয়ে ম্যাচ না খেলেন, তা হলে বোর্ড কড়া সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। আর বোর্ডের সঙ্গে মনোমালিন্যে এর আগে কোহলির মতো তারকাও টেস্ট থেকে অবসর নিয়েছেন বলে শোনা যায়। এবার বুমরাহও কি একই পথে হাঁটবেন!