Biryani Bill: বিরিয়ানির বিল চোখ কপালে তোলার মতো, জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনে ৪৩ লক্ষ টাকা খরচ

Last Updated:
Biryani Bill: বিরিয়ানির নাম করেও লক্ষ লক্ষ টাকা তছরুপ, ভাবতেই আশ্চর্য হতে হয়৷
1/3
অফিস আধিকারিকদের দুর্নীতি খুঁজতে গিয়ে এসিবি বিভিন্ন রেকর্ড খতিয়ে দেখছিল৷ সেখানেই তারা দেখতে পায় জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন ৪৩ লক্ষ টাকার বিরিয়ানি কিনেছে৷ এই বিরিয়ানি কেন হয়েছে মুঘল দরবার নামের দোকান থেকে৷ তরুণদের রিফ্রেশমেন্ট হিসেবে এই বিল হয়েছে৷ 
অফিস আধিকারিকদের দুর্নীতি খুঁজতে গিয়ে এসিবি বিভিন্ন রেকর্ড খতিয়ে দেখছিল৷ সেখানেই তারা দেখতে পায় জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন ৪৩ লক্ষ টাকার বিরিয়ানি কিনেছে৷ এই বিরিয়ানি কেন হয়েছে মুঘল দরবার নামের দোকান থেকে৷ তরুণদের রিফ্রেশমেন্ট হিসেবে এই বিল হয়েছে৷ 
advertisement
2/3
স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় এই বিল সম্পূর্ণরূপে ভুয়ো৷ শুধু বিরিয়ানিই নয়, ১,৪১,৩০০ টাকার স্টেশনারির বিলও পাওয়া গেছে৷ এই বিলটি হার্ডওয়্যার শপের নামে দেখানো হয়েছে৷ এই দোকানের নাম জান হার্ডওয়্যার শপ৷ তদন্তকারীরা দেখেছে এই নামের আদৌ কোনও দোকানের অস্তিত্ব নেই৷ 
স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় এই বিল সম্পূর্ণরূপে ভুয়ো৷ শুধু বিরিয়ানিই নয়, ১,৪১,৩০০ টাকার স্টেশনারির বিলও পাওয়া গেছে৷ এই বিলটি হার্ডওয়্যার শপের নামে দেখানো হয়েছে৷ এই দোকানের নাম জান হার্ডওয়্যার শপ৷ তদন্তকারীরা দেখেছে এই নামের আদৌ কোনও দোকানের অস্তিত্ব নেই৷ 
advertisement
3/3
জম্মু কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জামির ঠাকুর , কোষাধ্যক্ষ এসএস বান্টি, চিফ এক্সিকিউটিভ ফায়াজ আহমেদ এবং এসএ হামিদকে বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে৷ বিভিন্ন ক্রিমিনাল ল -র ধারায় তাদের অভিযুক্ত করা হল৷ 
জম্মু কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট জামির ঠাকুর , কোষাধ্যক্ষ এসএস বান্টি, চিফ এক্সিকিউটিভ ফায়াজ আহমেদ এবং এসএ হামিদকে বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে৷ বিভিন্ন ক্রিমিনাল ল -র ধারায় তাদের অভিযুক্ত করা হল৷ 
advertisement
advertisement
advertisement