স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় এই বিল সম্পূর্ণরূপে ভুয়ো৷ শুধু বিরিয়ানিই নয়, ১,৪১,৩০০ টাকার স্টেশনারির বিলও পাওয়া গেছে৷ এই বিলটি হার্ডওয়্যার শপের নামে দেখানো হয়েছে৷ এই দোকানের নাম জান হার্ডওয়্যার শপ৷ তদন্তকারীরা দেখেছে এই নামের আদৌ কোনও দোকানের অস্তিত্ব নেই৷