Ishan Kishan: ভাগ্য চরম মন্দ হলে কী আর হয়! বোর্ডের নজরে গুডবয় হওয়ার পথে প্রথম বাধা, ছিটকে গেলেন দলীপ ট্রফি থেকে, শিকে ছিঁড়ল এই ক্রিকেটারের কপালে

Last Updated:
Ishan Kishan and Surya Kumar Yadav Injury: ঘরোয়া টুর্নামেন্টে খেলতে গিয়ে চোটের পর চোট, দলীপ ট্রফিতে নাম কাটা গেল, তবে আবার সুযোগ মিলল অন্যদের...
1/5
Ishan Kishan: ভারতীয় বোর্ডের কাছে ব্যাড বয় হয়ে যাওয়া ইশান কিষাণ এবার গুডবয় হতে চেষ্টা করছিলেন কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে কার কীই বা করার থাকতে পারে৷ দলীপ ট্রফি
Ishan Kishan: ভারতীয় বোর্ডের কাছে ব্যাড বয় হয়ে যাওয়া ইশান কিষাণ এবার গুডবয় হতে চেষ্টা করছিলেন কিন্তু ভাগ্য সঙ্গ না দিলে কার কীই বা করার থাকতে পারে৷ দলীপ ট্রফি
advertisement
2/5
দলীপ ট্রফির প্রথম ম্যাচ থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ ইনজুরির কারণে প্রাথমিক ম্যাচ মিস করছেন  কুঁচকির চোটের কারণে৷
দলীপ ট্রফির প্রথম ম্যাচ থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিষাণ ইনজুরির কারণে প্রাথমিক ম্যাচ মিস করছেন  কুঁচকির চোটের কারণে৷
advertisement
3/5
বোর্ড জানিয়েছে বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময়েই এই চোট লাগে ইশান কিষাণের৷ ফলে তাঁর ভাল বন্ধু শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলীপ ট্রফি ম্যাচে ভারত ডি দলে নির্বাচিত হয়েও খেলা হচ্ছে না ইশান কিষাণের৷
বোর্ড জানিয়েছে বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময়েই এই চোট লাগে ইশান কিষাণের৷ ফলে তাঁর ভাল বন্ধু শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলীপ ট্রফি ম্যাচে ভারত ডি দলে নির্বাচিত হয়েও খেলা হচ্ছে না ইশান কিষাণের৷
advertisement
4/5
বুধবার গভীর রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইশানের জায়গায় ইন্ডিয়া ডি দলে সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। দলীপ ট্রফির খেলা ৫ সেপ্টেম্বর থেকে। চারটি দল এতে অংশ নিচ্ছে যার মধ্যে শুভম গিল, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব এবং মায়াঙ্ক আগরওয়ালের মতো তারকারাও খেলছেন।
বুধবার গভীর রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইশানের জায়গায় ইন্ডিয়া ডি দলে সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে। দলীপ ট্রফির খেলা ৫ সেপ্টেম্বর থেকে। চারটি দল এতে অংশ নিচ্ছে যার মধ্যে শুভম গিল, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব এবং মায়াঙ্ক আগরওয়ালের মতো তারকারাও খেলছেন।
advertisement
5/5
BCCI মেডিকেল টিম ইশান কিষাণের অবস্থা গভীর পর্যবেক্ষণে রেখেছে৷   তাঁকে দ্রুত সুস্থতায় ফেরানোর জন্য কাজ করছেন। কোয়েম্বাটোরে টিএনসিএ একাদশের বিরুদ্ধে বুচি বাবু আমন্ত্রণ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান সূর্যকুমার যাদব।
BCCI মেডিকেল টিম ইশান কিষাণের অবস্থা গভীর পর্যবেক্ষণে রেখেছে৷   তাঁকে দ্রুত সুস্থতায় ফেরানোর জন্য কাজ করছেন। কোয়েম্বাটোরে টিএনসিএ একাদশের বিরুদ্ধে বুচি বাবু আমন্ত্রণ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান সূর্যকুমার যাদব।
advertisement
advertisement
advertisement