অনেকেই বলেন, তিনি এতটাই হ্যান্ডসাম যে বলিউডের নায়কদের টেক্কা দিতে পারেন। কথাটা মিথ্যে নয়। ইরফান পাঠানের যেমন রূপ, তেমনই প্রতিভা।
ইরফান পাঠানের স্ত্রীর নাম সাফা বেগ। তিনি আরবে থাকতেন। আরবের জেদ্দার বিত্তশালী পরিবারে জন্ম তাঁর।
প্রথমবার দেখেই সাফা বেগকে মন দিয়ে ফেলেছিলেন পাঠান। সাফা বেগ তাঁর থেকে বয়সে ১০ বছরের ছোট।
পাঠান কখনও স্ত্রীর খোলামেলা ছবি পোস্ট করেন না। এই নিয়ে একবার বিতর্কও হয়েছিল। সেবার পাঠান ও সাফা বেগ নেটিজেনদের জবাবও দিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় যে কোনও পোস্টে সুন্দরী সাফা বেগ সব সময় মুখ ঢাকা ছবি দেন।
পাঠান ও সাফাকে একসঙ্গে অনেক ছবিতে দেখা যায়। তবে কখনও সাফার মুখ সেভাবে দেখা যায় না।
...