চার ম্যাচ হেরে থাকা আরসিবি -র প্রতিপক্ষ হিসেবে নামার আগে সতর্ক কেকেআর ৷ দলের ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর , চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি সুনীল নারিন ৷ এই ম্যাচে তিনি প্রথম একাদশে ফিরছেন ৷ Photo- KKR/ Twitter Handle
advertisement
2/4
অন্তত এই ম্যাচে না জিতলে টানা পাঁচ নম্বর ম্যাচ হারবে বিরাটরা ৷ তাই তারাও ঘরের মাঠে এই ম্যাচে মরিয়া চেষ্টা করবে জয়ে ফেরার ৷ বিপক্ষকে সমীহ করছেন কার্তিক-রাসেলরা। চিন্নাস্বামীর ছোট বাউন্ডারি চিন্তায় রেখেছে চাওলাদের। Photo- KKR/ Twitter Handle