আইপিএলের তারকা ক্রিকেটারের বিয়ে! এদিকে বউ উধাও! একসঙ্গে তিন ভাই বিয়ের পিঁড়িতে

Last Updated:
Rashid Khan Marriage- বিয়ের কোনও ছবিতেই রশিদের নববিবাহিতা স্ত্রীকে দেখা যায়নি। তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হন রশিদ। অনেকে মজা করে বলেন, বিয়ে তো হল, কিন্তু রশিদের বউ মনে হয় উধাও।
1/6
আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান তিন ভাইকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন! তিনি পণ করেছিলেন, বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না। তবে শেষমেশ পণ ভাঙলেন রশিদ।
আফগানিস্তানের তারকা ক্রিকেটার ও টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান তিন ভাইকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন! তিনি পণ করেছিলেন, বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না। তবে শেষমেশ পণ ভাঙলেন রশিদ।
advertisement
2/6
২৬ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন। তবে তিনি একা নন, একসঙ্গে বিয়ে করেছেন তাঁর আরও তিন ভাই। আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান একসঙ্গে এই শুভ কাজ সারেন। রশিদের বিয়েতে হাজির ছিলেন তাঁর সতীর্থ মহম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান-সহ আরও অনেকে।
২৬ বছর বয়সী লেগ স্পিনার গতকাল দেশের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে বিয়ে সারেন। তবে তিনি একা নন, একসঙ্গে বিয়ে করেছেন তাঁর আরও তিন ভাই। আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান একসঙ্গে এই শুভ কাজ সারেন। রশিদের বিয়েতে হাজির ছিলেন তাঁর সতীর্থ মহম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান-সহ আরও অনেকে।
advertisement
3/6
পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তাঁর তিন ভাই।  তবে তাঁদের স্ত্রীদের নাম–পরিচয় জানা যায়নি।  রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা।  একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা যায়।  গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।
পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তাঁর তিন ভাই। তবে তাঁদের স্ত্রীদের নাম–পরিচয় জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। একটি ভিডিওতে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মীদের পাহারা দিতে দেখা যায়। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।
advertisement
4/6
এদিকে, বিয়ের কোনও ছবিতেই রশিদের নববিবাহিতা স্ত্রীকে দেখা যায়নি। তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হন রশিদ। অনেকে মজা করে বলেন, বিয়ে তো হল, কিন্তু রশিদের বউ মনে হয় উধাও।
এদিকে, বিয়ের কোনও ছবিতেই রশিদের নববিবাহিতা স্ত্রীকে দেখা যায়নি। তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ট্রোল হন রশিদ। অনেকে মজা করে বলেন, বিয়ে তো হল, কিন্তু রশিদের বউ মনে হয় উধাও।
advertisement
5/6
সব ছবিতেই দেখা গেল রশিদ আর তাঁর ভাইদের। কোথাও রশিদের স্ত্রী বা ভাইয়ের স্ত্রীরা জায়গা পাননি। ফলে কেউই রশিদের স্ত্রীর মুখ দেখতে পাননি।
সব ছবিতেই দেখা গেল রশিদ আর তাঁর ভাইদের। কোথাও রশিদের স্ত্রী বা ভাইয়ের স্ত্রীরা জায়গা পাননি। ফলে কেউই রশিদের স্ত্রীর মুখ দেখতে পাননি।
advertisement
6/6
আফগানিস্তান ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রশিদ ও তাঁর সতীর্থরা। এমনকী আইপিএলেও তিনি অন্যতম সফল বোলার হিসেবে নাম করেছেন।
আফগানিস্তান ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রশিদ ও তাঁর সতীর্থরা। এমনকী আইপিএলেও তিনি অন্যতম সফল বোলার হিসেবে নাম করেছেন।
advertisement
advertisement
advertisement