T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে সত্যিই বাদ বিরাট কোহলি? কি জানালেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে বিরাট কোহলি কি আদৌ সুযোগ পাবেন? এই বিষয় নিয়ে চলছে নানা জল্পনা। কারণ সম্প্রতি টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
advertisement
আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে বিরাট কোহলি কি আদৌ সুযোগ পাবেন? এই বিষয় নিয়ে চলছে নানা জল্পনা। কারণ সম্প্রতি টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
advertisement
তবে এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সমালোচকদের যাবতীয় জবাব ব্যাটে দিয়েছেন বিরাট। একটি শতরানও করেছেন এবারের আইপিএলে। আরসিবি ভাল ফর্মে না থাকলেও বিরাট প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি রান করে ফেলেছেন কোহলি।
advertisement
আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপ ও বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। তিনি বলেছেন, "বিরাটের দিকে দেখা উচিত। মাইলফলক তৈরি করেছে কোহলি। ১০-১৫ বছর হয়ে গিয়েছে ওর কেরিয়ার, তবুও দারুণ ফিট বিরাট। তার ফলাফলও পাওয়া যাচ্ছে।"
advertisement